Natural car freshener: বর্ষায় গাড়িতে দুর্গন্ধ? ঘরোয়া উপায়ে চটজলদি মেটান সমস্যা

Natural car freshener: বর্ষাকালে গাড়ির মধ্যে ভ্যাপসা ও বাজে গন্ধ? পারফিউম না মেখে ব্যবহার করুন ঘরোয়া টোটকা—নিমপাতা, পেঁয়াজ, তেজপাতা বা কাঠের ছাই, যা প্রাকৃতিকভাবেই দূর করবে দুর্গন্ধ।

Natural car freshener: বর্ষাকালে গাড়ির মধ্যে ভ্যাপসা ও বাজে গন্ধ? পারফিউম না মেখে ব্যবহার করুন ঘরোয়া টোটকা—নিমপাতা, পেঁয়াজ, তেজপাতা বা কাঠের ছাই, যা প্রাকৃতিকভাবেই দূর করবে দুর্গন্ধ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Trinamool Congress MLA,Odisha Balasore accident,MLA Gautam Choudhary

Natural car freshener: ঘরোয়া টোটকায় দূর করুন বন্ধ গাড়ির মধ্যে তৈরি হওয়া দুর্গন্ধ।

Natural car freshener: বর্ষায় গাড়ির দুর্গন্ধে নাজেহাল? কাজ দিচ্ছে না পারফিউমেও। জেনে নিন কোন ঘরোয়া টোটকায় মিলবে সমাধান। এমনিতে ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ কেউ পছন্দ করেন না। তার ওপর যদি রান্নাঘরের ক্যাবিনেটের ওপর রাখা জিনিসপত্র সবসময় ড্যাম্প হয়ে থাকে, তখন বাজে গন্ধ বের হয়। জিনিসপত্রও খারাপ হয়ে যায়। 

বর্ষাকালে যা করবেন

Advertisment

ইতিমধ্যে সেই পরিবেশ তৈরিও হয়ে গিয়েছে। কারণ, এখন বর্ষাকাল। পাহাড় থেকে সমতল- সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। যা স্বাভাবিক জনজীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। এই সময় শুধু রান্নাঘরের জিনিসপত্রই নয়, বাড়ির উঠোন বা গ্যারাজে পার্ক করে রাখা গাড়ি থেকেও দুর্গন্ধ বের হতে শুরু করে। এই বৃষ্টি-বাদলার দিনে গাড়ি যদি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকে, তাহলে গাড়ির মধ্যে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করে।  

আরও পড়ুন- খুচরো পয়সায় এবার কিনুন প্রিমিয়াম এসি! বছরের সবচেয়ে বড় অফার

Advertisment

এই ধরনের গন্ধ থেকে বাঁচতে বাজারে আজকাল দামি রিফ্রেশনার পাওয়া যায়। কিন্তু, সেসব কেমিক্যাল। অনেকেই তা ব্যবহার করতে চান না। তাঁরা বরং ঘরোয়া টোটকা ব্যবহারের ওপর বেশি জোর দেন। তার মধ্যে অন্যতম হল শুকনো নিম পাতা। একটি কাপড়ের ব্যাগে শুকনো নিম পাতা ভরে গাড়িতে রেখে দিন। নিমপাতা আর্দ্রতা শোষণ করে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। যা দুর্গন্ধ সম্পূর্ণ দূর করে। তবে, দিনসাতেক অন্তর সেই নিমপাতা বদলানো দরকার। 

আরও পড়ুন- সুনামি গতিতে ছড়াচ্ছে 'মামোনা'ভাইরাস! এখুনি সাবধান হোন

পাশাপাশি কাঠের ছাই বা উড অ্যাশও ব্যবহার করতে পারেন। দুর্গন্ধ বা ভ্যাপসা গন্ধ দূর করতে উড অ্যাশ অত্যন্ত কাজের। একটি সুতির কাপড়ে কাঠের গুঁড়ো রেখে ওই কাপড়ের পুঁটুলিটা গাড়ির মধ্যে রেখে দিন। এতে স্যাঁতসেতে ভাবের জেরে তৈরি হওয়া দুর্গন্ধ দূর হবে। গাড়ির সিটের গন্ধ দূর হবে। পাহাড়ি এলাকায় এই টোটকা প্রচণ্ড ব্যবহৃত হয়।

আরও পড়ুন- Samsung -এর প্রিমিয়াম স্মার্টফোনে ৪৭ হাজারে ছাড়, বাজার কাঁপানো ধুঁয়াধার অফারে তুমুল শোরগোল

সারারাত গাড়িতে কাটা পেঁয়াজ রেখে দিলেও দুর্গন্ধ দূর হয়। এক্ষেত্রে পেঁয়াজ কুঁচিয়ে প্লেটে রাখতে হবে। প্লেটটিকে গাড়ির ভিতরে একরাত রেখে দিন। পরের দিন গাড়ি থেকে সেই প্লেট বের করে নিন। পেঁয়াজের তীব্র ঝাঁঝালো গন্ধ গাড়ির ভ্যাপসা গন্ধকে দূর করে দেবে। পরে গাড়ির জানালা খুলে ভিতরের বাতাস বের করে দিন। এতে পেঁয়াজের গন্ধ আর ভ্যাপসা গন্ধ, দুটোই দূর হয়ে যাবে।

আরও পড়ুন- বিল গেটস না টিম কুক, কে বেশি ধনী? তুলনায় উঠে এল 'বিস্ময়কর' তথ্য

এর পাশাপাশি তেজপাতা এবং লবঙ্গ পুটুলিতে বেঁধেও বন্ধ গাড়ির মধ্যে রেখে দিতে পারেন। পাতিলেবু এবং লবণ মিশিয়েও রেখে দিতে পারেন গাড়ির মধ্যে। তাতেও বন্ধ গাড়ির ভ্যাপসা গন্ধ সহজেই দূর হবে।

Freshener Car natural