Humanoid Robot: ঘরের কাজ করানো, কথা বলার জন্য কাউকে চাই? চাহিদা মেটাবে এই রোবট!

Humanoid Robot: এই রোবট দেবে ভবিষ্যতের ছোঁয়া! রান্না করবে, কথা বলবে, আর বাজারের ব্যাগও বইবে। এর দাম, বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানুন।

Humanoid Robot: এই রোবট দেবে ভবিষ্যতের ছোঁয়া! রান্না করবে, কথা বলবে, আর বাজারের ব্যাগও বইবে। এর দাম, বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Humanoid Robot: গৃহস্থালি কাজে সাহায্যকারী রোবট!

Humanoid Robot: গৃহস্থালি কাজে সাহায্যকারী রোবট!

Humanoid Robot Technology: প্রযুক্তির দুনিয়ায় সূচনা হল নতুন অধ্যায়ের। আমেরিকান-নরওয়েজিয়ান সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস (1X Technologies) তাদের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট বাজারে আনল। নাম দেওয়া হয়েছে, নিও (NEO)। দাম প্রায় ১৭.৬ লক্ষ টাকা। দাম প্রচুর। বিশেষত্বও কিন্তু কম না। কারণ, এই রোবট শুধু কাজই করবে না, কথা বলবে, রান্না করবে, এমনকী বাজারের ব্যাগও বইবে! 

Advertisment

কীভাবে কাজ করে এই রোবট?

নিও (NEO) এক ধরনের এআই দ্বারা চালিত ঘরোয়া কাজকর্মে সাহায্যকারী রোবট (AI-powered home assistant robot)। এর ওজন প্রায় ৩০ কেজি। এটি ৬৮ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে এবং প্রায় ২৫ কেজি পর্যন্ত জিনিস বহন করতে সক্ষম। রোবটটির পোশাক হালকা রঙে নকশা করা (ambient design)। এর জুতো প্রয়োজনমত তৈরি করা হয়েছে। পোশাকও তেমনই। যন্ত্রচালিত এই রোবটের মেশিনের শব্দ বেশ কম, মাত্র ২২ ডেসিবল। যা আধুনিক ফ্রিজের চেয়ে কম। অর্থাৎ, এই রোবট একেবারে চুপচাপ কাজ করতে পারে। ঠিক, প্রকৃত সহায়কের মত। 

আরও পড়ুন- উইকিপিডিয়ার টক্করে এবার ফ্রি AI-powered এনসাইক্লোপিডিয়া! কীভাবে নেবেন এই সুবিধা?

Advertisment

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

নিও (NEO)-তে রয়েছে ২২-ডিগ্রি ঘোরানোর মত হাত। যা কাজ করার মতো নড়াচড়া করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ওয়ান এক্স (1X)-এর নিজস্ব টেন্ডন ড্রাইভ অ্যাকুয়েটর সিস্টেম (Tendon Drive actuator system)। এর ফলে এই রোবট ধীর গতিতে হলেও চলাফেরা করতে পারবে। এতে ওয়াই ফাই (Wi-Fi), ব্লুটুথ (Bluetooth) এবং ৫জি (5G) আছে। রোবটের বুকে এবং পেলভিসে তিনটি স্পিকার আছে। যার সাহায্যে এই রোবট একটি হোম এন্টারটেইনমেন্ট ডিভাইস (home entertainment device) হিসেবেও কাজ করতে পারবে।

আরও পড়ুন- বাজাজ পালসার এনএস ১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর, মাইলেজ, দামের দিক থেকে কোনটি সেরা?

কথা বলা ও চিনে নেওয়ার ক্ষমতা

নিওর সবচেয়ে বড় শক্তি তার এআই ব্রেন! এতে রয়েছে ভাষার একটি মডেল (built-in large language model- LLM)। যার মাধ্যমে এটি মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে। এটি বুঝতে পারে কখন কেউ তাকে ডাকছে, আর ভিজুয়াল ইনটেলিজেন্স (visual intelligence) এর সাহায্যে রান্নাঘরে থাকা জিনিস চিনে নিয়ে এই রোবট রেসিপি সাজেস্টও করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হল— নিও মানুষের কথা মনে রাখতে পারে! অর্থাৎ এটি আপনার পছন্দ ও অভ্যাস অনুযায়ী নিজেকে উপস্থাপনও (personalize) করে নিতে পারে। এটি শুধু কথাবলা রোবট নয়। আপনি চাইলে এর ভয়েস কমান্ড বা অ্যাপে বোতাম চেপে কাজের সময়সূচি সেট করতেও পারবেন। 

humanoid robot technology