/indian-express-bangla/media/media_files/2025/05/08/c4IwGjpoY4himAZA1tSG.jpg)
অবিশ্বাস্য! মাত্র ৪২,০০০ টাকায় কিনুন 'ব্র্যান্ড নিউ' স্কুটার! ভয়ঙ্কর মাইলেজে তোলপাড় ফেলবে বাজারে
Top Electric Sccoter Under 50000: অবিশ্বাস্য! মাত্র ৪২,০০০ টাকায় কিনুন ব্র্যান্ড নিউ স্কুটার! ভয়ঙ্কর মাইলেজে তোলপাড় ফেলবে
ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে, বাজার কাঁপিয়ে আসছে এই পাওয়ারফুল স্মার্টফোন
ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটারের এখন রমরমা। বাজার ধরতে মরিয়া প্রায় সব কটি সংস্থা। এর মধ্যে সস্তার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে বাজারে রীতিমত হইচই ফেলে দিল Odysse! ৫০ হাজার টাকারও কমে লঞ্চ হল Odysse HyFy। এই লো-স্পিড স্কুটারটির দাম মাত্র ৪২০০০ টাকা। কোম্পানির দাবি এই ইলেকট্রিক স্কুটারটি সিঙ্গেল চার্জে দেবে ৭০ কিলোমিটারেরও বেশি মাইলেজ।
ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে জনপ্রিয় নাম Odysse Electric, সম্প্রতি বাজারে লঞ্চ করেছে সংস্থার আরও একটি সস্তার ইলেকট্রিক স্কুটার Odysse HyFy। এই ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র ৪২,০০০ টাকা। কোম্পানিটি বলছে যে এই স্কুটারটি শহুরে যাতায়াতের জন্য একেবারে পারফেক্ট ও সাশ্রয়ী। ১০ মে, রিটেল আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে ক্রেতারা অর্ডার করতে পারবেন সস্তার এই স্কুটার।
১৫ হাজারের কমে ২০০MP ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন কেনার বিরাট সুযোগ, ঝড় তুলল Redmi
ওডিসি হাইফাই স্কুটারে রয়েছে ২৫০ ওয়াটের মোটর। এটিতে 48V বা 60V ব্যাটারি লাগানো যেতে পারে। এতে লিথিয়াম-আয়ন এবং গ্রাফিন ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এটি ৭০-৮৯ কিলোমিটার চলতে পারে। ওডিসি হাইফাই স্কুটারটি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে চলতে পারে। এতে সিটি ড্রাইভ, পার্কিং এবং রিভার্স রাইডের মতো মোড রয়েছে। এটি চার্জ করতে ৪ থেকে ৮ ঘন্টা সময় লাগে।
ওডিসি হাইফাই ইলেকট্রিক স্কুটারটিতে লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আরামে রাখার জায়গা রয়েছে স্কুটারে। পাশাপাশি এতে ক্রুজ কন্ট্রোলও রয়েছে, যা দীর্ঘ দূরত্বের ভ্রমণকে আরামদায়ক করে তোলে। এটিতে একটি LED ডিজিটাল মিটারও রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটি রয়্যাল ম্যাট ব্লু, সিরামিক সিলভার, অরোরা ম্যাট ব্ল্যাক, ফ্লেয়ার রেড এবং জেড গ্রিনের মতো ৫টি রঙের বিকল্পে পাওয়া যাবে।
বাম্পার অফারে তোলপাড়! মাদার্স ডে উপলক্ষ্যে সেরার সেরা প্ল্যানে নিজেকে ফের নম্বর ওয়ান প্রমাণের লড়াইয়ে মরিয়া BSNL