/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-11-59-38.jpg)
এক চার্জেই অফিস-বাড়ি সপ্তাহভর
Ola S1 Pro Sport: দেশের প্রথম ADAS সেফটি স্কুটার বাজারে আনল Ola। স্বাধীনতা দিবসের দিন সংস্থা ঘোষণা করল নতুন Ola S1 Pro Sport মডেলের। এটি দেশের প্রথম স্কুটার যাতে দেওয়া হয়েছে ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) সুরক্ষা প্রযুক্তি। সংস্থার দাবি, এই স্কুটার একবার চার্জে ৩২০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। প্রারম্ভিক দাম রাখা হয়েছে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বুকিং শুরু হয়েছে মাত্র ৯৯৯ টাকায়, আর ডেলিভারি মিলবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।
আরও পড়ুনঃ কম দামে প্রিমিয়াম অভিজ্ঞতা পেতে চাইছেন? জানুন কোন আইফোনের মডেলে কত ছাড়?
নতুন Ola S1 Pro Sport-মডেলে রয়েছে স্পোর্টি ও আধুনিক ডিজাইন। এতে স্ট্রিট-স্টাইল ফেয়ারিং ব্যবহার করা হয়েছে, যা স্কুটারটিকে 'আক্রমণাত্মক' চেহারা দেয়। পাশাপাশি, হালকা কার্বন ফাইবার বডি ব্যবহার করায় এটি আরও উন্নত পারফরম্যান্স প্রদান করতে পারে।
এই মডেলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ADAS সুরক্ষা ব্যবস্থা। এতদিন যা মূলত গাড়িতেই দেখা যেত, এবার প্রথমবার স্কুটারেও সেই প্রযুক্তি নিয়ে এল Ola। এর ফলে রাইডিং হবে আরও স্মার্ট ও নিরাপদ। ADAS সিস্টেমে থাকছে সংঘর্ষ সতর্কতা, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, ক্রুজ কন্ট্রোল এবং ট্র্যাফিক সাইন রিকগনিশনের মতো বৈশিষ্ট্য।
আরও পড়ুনঃঝড়ের গতিতে ইন্টারনেট, দুর্দান্ত নেটওয়ার্ক কভারেজ, অবশেষে BNSL চালু করেই দিল ব্র্যান্ডের 4G পরিষেবা
ব্যাটারির ক্ষেত্রেও সংস্থা দিয়েছে বড় চমক। নতুন মডেলে থাকছে 5.2 kWh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক, যা সম্পূর্ণ চার্জে ৩২০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ফলে এটি ভারতের দীর্ঘতম রেঞ্জের বৈদ্যুতিক স্কুটারগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে।