১১ হাজারে কিনুন OnePlus-এর প্রিমিয়াম স্মার্টফোন, অবিশ্বাস্য অফারে তোলপাড় বাজার

One Plus শীঘ্রই লঞ্চ করতে চলেছে One Plus 15। লঞ্চ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখনই বিরাট ঘোষণা সংস্থা। OnePlus 15 লঞ্চের আগেই হুড়মুড়িয়ে কমল OnePlus 13 -এর দাম।

One Plus শীঘ্রই লঞ্চ করতে চলেছে One Plus 15। লঞ্চ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখনই বিরাট ঘোষণা সংস্থা। OnePlus 15 লঞ্চের আগেই হুড়মুড়িয়ে কমল OnePlus 13 -এর দাম।

author-image
IE Bangla Tech Desk
New Update
oneplus-13-price-drop-ahead-of-oneplus-15-launch

১১ হাজারে কিনুন OnePlus-এর প্রিমিয়াম স্মার্টফোন, অবিশ্বাস্য অফারে তোলপাড় বাজার

OnePlus 15 লঞ্চের আগে হুহু করে কমল OnePlus 13 মডেলের দাম। এখন ১১,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের বিরাট সুযোগ। 

Advertisment

One Plus শীঘ্রই লঞ্চ করতে চলেছে One Plus 15। লঞ্চ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে তখনই বিরাট ঘোষণা সংস্থা। OnePlus 15 লঞ্চের আগেই হুড়মুড়িয়ে কমল OnePlus 13 -এর দাম। ফ্ল্যাগশিপ ফিচার সহ এই ফোনটির দাম কমেছে ১১,০০০ টাকা। OnePlus 13 মডেলে রয়েছে শক্তিশালী প্রসেসর এবং 6000mAh ব্যাটারি।

আরও পড়ুন-  ইউটিউবে ১০ লক্ষ ভিউ? জানেন কত আয়? পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে

কম দামে যদি আপনি একটি দুর্দান্ত  ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে তাহলে OnePlus 13 আপনার জন্য একটি দারুণ অপশন। 

Advertisment

ভারতে OnePlus 13 এর দাম
এই OnePlus ফ্ল্যাগশিপ ফোনটি ৭২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি Flipkart এ ৬১,৯৯৯ এ টাকায় বিক্রি হচ্ছে। এর মানে আপনি এই প্রিমিয়াম স্মার্ট  ফোনটি  লঞ্চ প্রাইজের চেয়েও ১১,০০০ টাকা কম দামে কেনার একটি দুর্দান্ত সুযোগ পাচ্ছেন।

ফ্লিপকার্ট এই মডেলের উপর দিচ্ছে আরও বেশ কিছু আকর্ষণীয় অফার।   ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক বা ফ্লিপকার্ট এসবিআই কার্ডে পেমেন্ট করলে পাবেন ৫% ক্যাশব্যাক। এছাড়াও, প্রতি মাসে ২,১৮০ টাকা EMI-তে এই ফোনটি কেনার বিকল্পও রয়েছে।

এছাড়াও, আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন ৫০,৪৯০ টাকার ছাড়। যদি আপনি এক্সচেঞ্জ অফারের অধীনে সম্পূর্ণ এক্সচেঞ্জ প্রাইজ পান, তাহলে এই ফোনের ১২ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টটি ১১,৫০৯ টাকায় কিনতে পারবেন আপনি। যদিও এক্সচেঞ্জের ক্ষেত্রে পুরনো ফোনের দাম ফোনের মডেল এবং কন্ডিশনের উপর নির্ভর করবে।

আরও পড়ুন-  আত্মনির্ভর ভারতের প্রথম ৫জি পরিষেবা, ইতিহাস গড়ার দোড়গোড়ায় BSNL

OnePlus 13 স্পেসিফিকেশন
ডিসপ্লে: OnePlus 13-তে 120Hz রিফ্রেশ রেট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে এবং 4500 নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা সহ HDR10+ সাপোর্ট রয়েছে।

ক্যামেরা সেটআপ: ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

আরও পড়ুন-  এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি! সেরা ৫ ইলেকট্রিক স্কুটারই হবে পারে আপনার বেস্ট ট্রাভেল পার্টনার

চিপসেট: এই ফ্ল্যাগশিপ ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে।

ব্যাটারি ক্ষমতা: ফোনটিতে রয়েছে  ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি প্রদান।

5G smartPhone