/indian-express-bangla/media/media_files/IBrSGtso1vS7emKZfTuz.jpg)
ইতিহাস গড়ার দোড়গোড়ায় BSNL
বিএসএনএল ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, ডিসেম্বরেই চালু হচ্ছে 5G পরিষেবা।
একধাক্কায় ৪০০০-এর ইলেকট্রিক বিল নেমে আসবে ৪০০-তে, জানুন দুরন্ত এই সিক্রেট ফর্মূলা
ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অবশেষে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে দিল্লি ও মুম্বইয়ে তাদের ৫জি পরিষেবা চালু করতে চলেছে। টেলিযোগাযোগ বিভাগ (DoT)-এর এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত নেটওয়ার্কের সমস্ত সরঞ্জামের পরীক্ষার পর্যায় ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে, আগামী ডিসেম্বরের মধ্যেই এই পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের প্রবীণ নাগরিকদের অনন্য সম্মান, সুবিধায় বিশেষ প্ল্যানের ঘোষণা BSNL-এর
বর্তমানে যেখানে জিও, এয়ারটেল এবং ভিআই ব্যবহারকারীরা দেশজুড়ে ৫জি নেটওয়ার্কের সুবিধা ভোগ করছেন, সেখানে বিএসএনএল গ্রাহকরা দীর্ঘদিন ধরে 5G পরিষেবার জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সকল গ্রাহকদের জন্য এলো বিরাট সুখবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিএসএনএল-এর ৫জি নেটওয়ার্ক সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা আত্মনির্ভর ভারতেরই একটি অংশ।
এর আগে একটি প্রতিবেদনে DoT-এর এক কর্মকর্তা জানিয়েছিলেন, বিএসএনএল-এর ৫জি (BSNL 5G) নেটওয়ার্কে ব্যবহৃত সব ডিভাইস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং কোনও প্রযুক্তিগত ত্রুটি পাওয়া যায়নি। তাই, দিল্লি ও মুম্বই—এই দুই শহরে ডিসেম্বরের মধ্যেই ৫জি পরিষেবা চালুর সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
সামনেই SIR, ঘরে বসেই আধার কার্ডে বদলে ফেলুন নাম, ঠিকানা, জন্মতারিখ! জানুন চটজলদি পদ্ধতি
তবে প্রশ্ন উঠছে—অন্য বেসরকারি টেলিকম সংস্থাগুলি অনেক আগেই ৫জি চালু করলেও বিএসএনএল এত দেরি করল কেন? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিলম্বের মূল কারণ হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ৪জি ও ৫জি নেটওয়ার্ক তৈরি করা। এই প্রকল্পের আওতায় TCS-Tejas-C-DoT কনসোর্টিয়ামের সঙ্গে ২৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য সারা দেশে ১ লক্ষ ৪জি টাওয়ার ইন্সটেলশন। ইতিমধ্যেই প্রায় ৯৫,০০০ ৪জি টাওয়ার বসানো হয়েছে, যেগুলি ভবিষ্যতে ৫জি তে আপগ্রেড করা যাবে।
ইউটিউবে ১০ লক্ষ ভিউ? জানেন কত আয়? পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে
এছাড়াও, সরকার বিএসএনএল-এর নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত ৪৭,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছে। যদিও TRAI-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিএসএনএল এবং এমটিএনএল-এর সম্মিলিত বাজার অংশীদারিত্ব বর্তমানে মাত্র ৯ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য বিএসএনএল চলতি বছরের আগস্টে দিল্লিতে তাদের ৪জি নেটওয়ার্ক সফট-লঞ্চ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত অংশীদার নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা এই পরিষেবা ব্যবহার করতে পারছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us