Indian Military Operation: ভারতীয় সেনা অতীতে বহু গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চালিয়েছে, এখনও চালাচ্ছে। এই অভিযানগুলির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল নামকরণ। প্রতিটি সামরিক অভিযানের একটি বিশেষ নাম দেওয়া হয়। যা এই অভিযানের উদ্দেশ্য, লক্ষ্য এবং স্থানকে প্রতিফলিত করে। ভারতের সামরিক অভিযানগুলির এই নামকরণ কোনও কৌশলগত সিদ্ধান্ত নয়। এর মধ্যে থাকে ইতিহাস, সাংস্কৃতিক প্রভাব এবং একটি বার্তা।
আরও পড়ুন- মহাকাশ খাতে বিরাট দাপট ভারতের! ইতিহাস ছুঁয়ে আরও এক মাইলফলক অর্জনের পথে দেশ
অপারেশন নামকরণের পেছনে কারা রয়েছেন?
ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি সামরিক অভিযানের নামকরণ প্রক্রিয়া একটি পরিকল্পিত এবং কৌশলগত সিদ্ধান্ত। এই নামকরণের দায়িত্ব সাধারণত সরকারের উচ্চস্তরের কর্মকর্তাদের ওপর থাকে। বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডাররা থাকেন এর দায়িত্বে। যদিও অভিযানগুলির মূল উদ্দেশ্য সম্পূর্ণভাবে গোপন রাখা হয়, তবে তার নাম সেই অভিযানের লক্ষ্য এবং কার্যক্রমকেই কার্যত তুলে ধরে। অনেক সময়ই প্রধানমন্ত্রীর মত সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরাও অভিযানের নামকরণে সহায়তা করেন। যেমনটা, অপারেশন সিন্দুরের ক্ষেত্রে ঘটেছে।
আরও পড়ুন- জিওর অফারে ঘুম উড়ল এয়ারটেল-ভি-র এখন ৬ মাস সবকিছুই বিনামূল্যে! সঙ্গে ৫০০ জিবি ডেটা ফ্রি
কখন নামগুলো ঠিক হয়েছে?
শুধু অপারেশন সিন্দুরই নয়। অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন বন্দর, অপারেশন মহাদেবের মত বিভিন্ন নাম দিয়ে ভারতীয় সেনা নানা সময় তাদের অভিযান চালিয়েছে। প্রতিটি অভিযানের ক্ষেত্রে একটিই নাম দেওয়া হয়েছে। যার বিরাট সামরিক নাম থাকলেও আদ্যক্ষরগুলো জুড়ে পাওয়া গিয়েছে এই 'সিন্দুর', 'বিজয়', 'মেঘদূত', 'মহাদেব'-এর মত নাম।
আরও পড়ুন- MacBook Air-এ অফারের বন্যা, কত ছাড় মিলছে Apple-এর প্রিমিয়াম ল্যাপটপে?
নামকরণের কৌশল
এই নামকরণের কৌশলের ক্ষেত্রে গোপনীয়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যাতে শত্রুপক্ষ আগাম কিছু জানতে না পারে। সেনাবাহিনী এবং দেশবাসী যাতে নামকরণে গর্বিত হতে পারে, নামকরণের ক্ষেত্রে সেদিকেও নজর রাখা হয়। পাশাপাশি, অভিযানের নাম যাতে জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত থাকে, সেদিকেও নজর রাখা হয় নামকরণের সময়। যেমন, 'অপারেশন মহাদেব'। এক্ষেত্রে হিন্দু দেবতা মহাদেবের নামকে কাজে লাগানো হয়েছে বিনাশশক্তিকে বোঝানোর জন্য। কখনও আবার অভিযানের নাম সেখানকার ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্বকেও প্রতিফলিত করেছে।
আরও পড়ুন- ল্যাপটপ কিনবেন? সেরা প্রিমিয়াম মডেলে পান ৪৩% পর্যন্ত ছাড়!