/indian-express-bangla/media/media_files/2024/11/11/cMP0iaeySH7TSl9aGVKS.jpg)
Oppo Find X8 সিরিজ আগামী ২১ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে লঞ্চ করা হবে।
Oppo Find X8 Series: Oppo বাজারে আনছে শক্তিশালী স্মার্টফোন সিরিজ। চিন্তায় ঘুম উড়েছে Samsung-Xiaomi-র। সামনে এসেছে লঞ্চের তারিখ।
Oppo Find X8 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। Oppo-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ চলতি মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে।
Oppo Find X8 সিরিজ ভারত ছাড়াও, ইউরোপ, ইন্দোনেশিয়া এবং আমেরিকায় লঞ্চ হবে। এটি হবে Oppo-এর সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। এর আগে Find X2 সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। দীর্ঘ দিন পর ভারতের বাজারে লঞ্চ হবে Find X সিরিজ। কোম্পানি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে নয়া সিরিজ লঞ্চের বিষয়ে তথ্য শেয়ার করেছে।
সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট! মহাকাশ ফুঁড়ে দাপট দেখাবে ISRO, বিপর্যয়ের হাত রক্ষা পাবে বিশ্ববাসী
Oppo Find X8 সিরিজ আগামী ২১ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোনটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ । ব্যবহারকারীরা বর্তমানে এই সিরিজের উভয় মডেল প্রি-অর্ডার করতে পারেন। Oppo-এর এই সিরিজ Android 15-এর উপর ভিত্তি করে ColorOS 15-এর সঙ্গে আসবে। এই সিরিজের দুটি ফোনেই থাকবে AI ফিচার। দুটি রঙের বিকল্পে লঞ্চ করা হবে - স্টার গ্রে এবং স্পেস ব্ল্যাক। এই ফোনটি Xiaomi এবং Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।
আধারে দেওয়া তথ্য সঠিক তো? বিনামূল্যে আধার আপডেটের দিনক্ষণ জানাল সরকার
Oppo Find X8 এ থাকবে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে। একই সময়ে, এর প্রো মডেলটিতে থাকবে 6.78 ইঞ্চি ডিসপ্লে । এই দুটি ফোনেই থাকবে MediaTek Dimensity 9400 প্রসেসর, 12GB RAM এবং 256GB স্টোরেজ । এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেলের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। একই সঙ্গে প্রো মডেলে কোয়াড ক্যামেরা সেটআপের ঝলক দেখা যাবে।
A world-class device is arriving worldwide 🌎
— OPPO India (@OPPOIndia) November 11, 2024
Tune in for the global launch of the #OPPOFindX8Series and #ColorOS15
Tune into the global launch: 10:30 IST, November 21st 🌏
Know more: https://t.co/MhVxV2srdL#FindYourBiggerPicture#OPPOAIPhonepic.twitter.com/ROexYDFTCN
Find X8 এর পিছনে থাকবে 50MP + 50MP + 50MP এর তিনটি ক্যামেরা। যেখানে, Find X8 Pro-তে 50MP + 50MP + 50MP + 50MP এর চারটি ক্যামেরা থাকবে। এই দুটি ফোনেই 32MP সেলফি ক্যামেরা থাকবে। এই সিরিজের দুটি ফোনই 6,000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ আসতে পারে। পাশাপাশি থাকতে পারে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট থাকতে পারে।