/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/oppo-reno-3.jpg)
ফোন কেনার পরিকল্পনা থাকলে অপেক্ষা করে যান। কারণ খুব শীঘ্রই অপো লঞ্চ করতে চলেছে Reno3-series। চাইনিজ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট উইবোতে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে ফোনের স্পেসিফিকেশন।
ফোনটিতে থাকবে 5G কানেক্টিভিটির ডুয়াল মোড, ৬০ মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি লেন্স। স্ন্যাপড্রাগন ৭৩৫ প্রসেসরে চলবে এই ফোন।
Reno3 তে থাকছে ৬.৫ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রেজোলিউশন ২৪০০X১০৮০ পিক্সেল। ডিসপ্লের মধ্যেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুন: শাওমির একচেটিয়া বাজারে স্যামসাং তলানিতে
Reno2 মূলত জনপ্রিয়তা পেয়েছিল ক্যামেরার গুণমানের জন্য। Reno3 ফোনের কোয়াড ক্যামেরা সেটআপে মধ্যে থাকছে ৬০ মেগাপিক্সেলের সেন্সর। Reno3 তে থাকছে ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স সঙ্গে 5x জুম ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের কালো সাদা সেন্সর।
আরও পড়ুন:দিন দুয়েক পর লঞ্চ হবে ১০৮ মেগাপিক্সেলের ‘এম আই নোট টেন’
অপো Reno3র সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের স্যামেসাং ব্রাইট GD1 সেলফি শুটার। কিন্তু স্পষ্ট নয় পপ্ আপ ক্যামেরার ফিচার কেমন হবে। ৪,৫০০ mAh চলবে Reno3। পাশাপাশি থাকবে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। ভারতে বাজারে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম হবে অপোর আপকামিং ফোন Reno3র।
Read the full story in English