Petrol Pump Scam: '২০০ টাকার পেট্রোল দিন' বললেই বিপদ! প্রতারণা এড়াতে কাজে লাগান এই টিপস

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে '২০০ টাকার পেট্রোল দিন' বললে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন জানুন। জেনে নিন নিরাপদে তেল ভরার জরুরি টিপস ও সতর্কতার উপায়।

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে '২০০ টাকার পেট্রোল দিন' বললে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন জানুন। জেনে নিন নিরাপদে তেল ভরার জরুরি টিপস ও সতর্কতার উপায়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Petrol Pump

Petrol Pump Scam: পেট্রোল পাম্পে প্রতারণার অভিযোগ।

Petrol Pump Scam: ভারতজুড়ে পেট্রোল পাম্পে গ্রাহকদের সঙ্গে প্রতারণা কোনও নতুন ঘটনা নয়। বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, অনেক পেট্রোল পাম্পে বিভিন্ন চাতুরীর মাধ্যমে কম জ্বালানি দিয়ে বেশি টাকা নেওয়া হয়। সবচেয়ে সাধারণ ঘটনা— গ্রাহক নির্দিষ্ট পরিমাণের (যেমন ২০০ টাকা, ৫০০ টাকা) তেল চাইলে প্রতারক পাম্প কর্মীরা সেটাকে কাজে লাগিয়ে মিটার ম্যানিপুলেট করে কম তেল দেয়। এর ফলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কষ্টার্জিত টাকায় পুরো তেল পাননি।

Advertisment

সতর্ক থাকুন

আরও পড়ুন- কোন তারিখে, কখন, কীভাবে পালন করবেন মনসা পূজা? জেনে নিন বিস্তারিত

অনেক সময় পাম্পকর্মীরা মিটার শূন্য দেখানোর ভান করে, কিন্তু আসলে আগের লেনদেন থেকে শুরু করে। টাকা নেওয়ার সময়, প্রশ্ন করার সময় বা অন্য কোনও ভাবে মনোযোগ সরিয়ে দেওয়া হয়। ২০০, ৫০০ বা ১০০০ টাকার মতো রাউন্ড ফিগারের তেল চাওয়া হলে জ্বালানি কম দেওয়া সহজ হয়।

Advertisment

আরও পড়ুন- স্বাধীনতা দিবস ২০২৫! ১৫ আগস্টে শিশুদের কেমন ছবি আঁকা উচিত?

যখন আপনি '২০০ টাকার পেট্রোল দিন' বলেন, প্রতারক কর্মীরা মিটারের সেটিং ও ডিসপ্লে এমনভাবে পরিবর্তন করেন যাতে প্রকৃত পরিমাণ না দিয়ে আপনাকে কম পরিমাণ দেওয়া যায়। রাউন্ড ফিগারে হিসাব করায় এই প্রতারণা ধরা আরও কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন- ছোট্ট রকেট থেকে ৬৫০০ কেজি স্যাটেলাইট, অবিশ্বাস্য সাফল্য ভারতের মহাকাশ যাত্রার!

তাই, পাম্পে তেল ভরা শুরু করার আগে নিশ্চিত হোন যে মিটার ০.০০ লিটার এবং ০.০০ টাকা দেখাচ্ছে। সম্ভব হলে গাড়ি থেকে নেমে মিটার ও ফুয়েল ভরার প্রক্রিয়া নিজে দেখুন। লেনদেন শেষে অবশ্যই রসিদ নিয়ে নিন। ফোনে কথা বলা বা মনোযোগ অন্যদিকে সরানো এড়িয়ে চলুন।

আরও পড়ুন- কোন তারিখে, কখন, কীভাবে পালন করবেন মনসা পূজা? জেনে নিন বিস্তারিত

আপনার প্রতিটি টাকা কষ্টার্জিত। তেলের দাম যেমন বাড়ছে, প্রতারণার শিকার হলে আপনার আর্থিক ক্ষতি তো হবেই, সঙ্গে বাড়বে বিরক্তি এবং অসন্তোষ। তাই সচেতন থাকলে শুধু নিজেই নন, অন্যদেরও সতর্ক করতে পারবেন। পেট্রোল পাম্পে প্রতারণা এড়াতে সচেতনতা ও কিছু সহজ পদক্ষেপই যথেষ্ট। মিটার শূন্য আছে কিনা দেখা, বিজোড় অংকে তেল নেওয়া, এবং সব সময় মনোযোগ দিয়ে তেল ভরার প্রক্রিয়াটা দেখা—এই তিনটি নিয়ম মেনে চললেই আর ঠকবেন না।

Scam Pump Petrol