/indian-express-bangla/media/media_files/2025/08/28/on-line-passport-booking-2025-08-28-14-59-48.jpg)
বিদেশযাত্রা এখন আর ঝামেলা নয়, ঘরে বসেই অনলাইনে করুন পাসপোর্টের আবেদন
online passport: বিদেশযাত্রা এখন আর ঝামেলা নয়, ঘরে বসেই অনলাইনে করুন পাসপোর্টের আবেদন
বিদেশ ভ্রমণে যেতে চান কিন্তু পাসপোর্ট বানাতে ঝামেলায় পড়তে হচ্ছে? সেই চিন্তা এখন অতীত। কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট সেবা অনলাইন পোর্টাল চালুর ফলে ঘরে বসেই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। একইসঙ্গে পুরনো পাসপোর্টের পুনঃইস্যু প্রক্রিয়াও এখন অনলাইনে সম্পন্ন করা সম্ভব। সরকারি সূত্রে খবর, পুরো প্রক্রিয়াটি এখন আগের তুলনায় অনেক বেশি সহজ, দ্রুত এবং ডিজিটাল হয়ে উঠেছে। আবেদনকারীকে শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে, এরপর নির্দিষ্ট পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) অথবা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র (POPSK)-এ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
স্মার্টফোন আপনাকে বয়সের আগেই বৃদ্ধ করে দেবে, গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
অনলাইনে আবেদন করার ধাপগুলো
রেজিস্ট্রেশন: পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে গিয়ে নাম, জন্মতারিখ, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
লগইন: ইমেল ভেরিফিকেশনের পর নির্দিষ্ট শংসাপত্র দিয়ে লগইন।
আবেদন: “নতুন পাসপোর্ট/ পুনঃইস্যু” অপশনে গিয়ে অনলাইন ফর্ম পূরণ।
বিস্তারিত তথ্য: ব্যক্তিগত তথ্য, পরিবারের নাম, ঠিকানা, জরুরি যোগাযোগ, পূর্ববর্তী পাসপোর্ট (যদি থাকে) ইত্যাদি পূরণ।
ARN জেনারেশন: আবেদন সম্পূর্ণ হলে একটি আবেদন রেফারেন্স নম্বর (ARN) তৈরি হবে।
পেমেন্ট ও অ্যাপয়েন্টমেন্ট: ফি প্রদানের পরেই নির্দিষ্ট কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।
প্রয়োজনীয় নথি
পরিচয়পত্র (আধার, ভোটার আইডি, প্যান কার্ড)
ঠিকানার প্রমাণ (ইলেকট্রিসিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট, ভাড়া চুক্তি)
জন্ম প্রমাণপত্র (জন্ম শংসাপত্র, স্কুল ছাড়পত্র, আধার)
৪ বছরের কম বয়সী শিশুদের জন্য পাসপোর্ট সাইজ ছবি
গুরুত্বপূর্ণ বিষয়
অ্যাপয়েন্টমেন্টের দিনে অবশ্যই সমস্ত মূল নথি সঙ্গে আনতে হবে।
পরিষেবাগুলি সংশ্লিষ্ট অফিসারের বিবেচনার উপর নির্ভর করবে।
যে কোনও সমস্যায় ন্যাশানাল কল সেন্টার (1800-258-1800)-এ যোগাযোগ করা যাবে।
সরকারের দাবি, এই ডিজিটাল ব্যবস্থার ফলে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া অনেকটাই দ্রুত হয়েছে। ফলে আবেদনকারীরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম জমা দেওয়া ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং—সব কিছুই ঘরে বসে অনলাইনে করতে পারবেন।