/indian-express-bangla/media/media_files/2025/07/02/railone-2025-07-02-16-30-58.jpg)
এবার রেলের সব পরিষেবা একটি মাত্র অ্যাপে, উদ্বোধন হল RailOne সুপার অ্যাপ
Railone super app launched: এবার রেলের সব পরিষেবা একটি মাত্র অ্যাপে, উদ্বোধন হল RailOne সুপার অ্যাপ।
রেলযাত্রার অভিজ্ঞতা এবার আরও সহজ ও স্মার্ট হতে চলেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি নতুন ডিজিটাল উদ্যোগ RailOne সুপার অ্যাপ চালু করেছেন, যার মাধ্যমে ভারতীয় রেলের যাবতীয় ডিজিটাল পরিষেবা এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।
বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট? জেনে নিন কোন উপায়ে ফ্রিজের খাবারকে দীর্ঘ সময় সতেজ রাখবেন
কী এই RailOne সুপার অ্যাপ?
RailOne একটি মাল্টিটাস্কিং সুপার অ্যাপ, যা তৈরি করেছে CRIS (Centre for Railway Information Systems) এবং এটি IRCTC-এর সাথে সম্পূর্ণভাবে সমন্বিত। এই অ্যাপের মাধ্যমে আপনি—
- ট্রেনের টিকিট বুকিং
- লাইভ ট্রেন স্ট্যাটাস দেখতে পাবেন
- ট্রেনে খাবার অর্ডার
- প্ল্যাটফর্ম টিকিট কেনা
- অভিযোগ দায়ের
- সহ আরও অনেক পরিষেবা মাত্র এক ক্লিকেই পেয়ে যাবেন।
কীভাবে ডাউনলোড করবেন?
RailOne অ্যাপটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এটি Google Play Store ও Apple App Store-এ সকলের কন্য উন্মুক্ত হবে।
Sony-JBL-এর ঘুম কাড়ল, ভারতে লঞ্চ হল এই Nothing হেডফোন, ননস্টপ ৮০ঘন্টার প্লে-ব্যাক টাইমিং
ডাউনলোড ও সেটআপ প্রক্রিয়া
- মোবাইলে Play Store বা App Store খুলুন
- সার্চ করুন: RailOne by CRIS
- অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন
- মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করুন
- একটি m-PIN সেট করুন নিরাপদ লগইনের জন্য
- RailOne অ্যাপের বিশেষ সুবিধাগুলি
- এক অ্যাপেই সব রেল পরিষেবা
- দ্রুত ও সহজ টিকিট বুকিং
- সুরক্ষিত লগইন ও m-PIN সুবিধা
- অভিযোগ দায়ের থেকে খাবার অর্ডার—সবই পাবেন একই অ্যাপেনিচে
সহজে ব্যবহার করা যাবে এই অ্যাপ। সিনিয়র নাগরিকরাও এই অ্যাপ সহজে ব্যবহার করতে পারবেন। RailOne অ্যাপ IRCTC অ্যাপকে পুরোপুরি প্রতিস্থাপন করছে না। এটি একটি অতিরিক্ত ও এক্সটেন্ডেড প্ল্যাটফর্ম, যাতে আরও উন্নত ও একত্রিত রেল পরিষেবা মিলবে।
চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে দিল ভারতের হাতে Astra MkII! শত্রুকে ১৬০ কিমির দূর থেকে ধ্বংস করবে IAF
ভবিষ্যতের রেল অ্যাপ
RailOne শুধু রেল পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে—
- মেসেজিং
- সোশ্যাল মিডিয়া
- ই-কমার্স
পেমেন্ট গেটওয়ে এবং আরও অনেক কিছু। এটি একটি ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হবে, যা রেলযাত্রীদের জন্য একটি অল-ইন-ওয়ান সমাধান দেবে।