Realme 15Series: বাজার কাঁপিয়ে বিরাট চমক, স্মার্টফোনের দুনিয়ায় ইতিহাস রচনা আগামিকালই

Realme 15Series: ২৪ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Realme 15 এবং 15 Pro। থাকছে ৫০MP ক্যামেরা, AI Edge Genie, ৭০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে। দাম শুরু ২৫,০০০ টাকা থেকে।

Realme 15Series: ২৪ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Realme 15 এবং 15 Pro। থাকছে ৫০MP ক্যামেরা, AI Edge Genie, ৭০০০mAh ব্যাটারি ও ১৪৪Hz ডিসপ্লে। দাম শুরু ২৫,০০০ টাকা থেকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme 15 Pro Phone

Realme 15 Pro Phone: বাজারে নতুন স্মার্টফোন।

Realme 15 Pro Phone: ভারতীয় স্মার্টফোন বাজারে আবারও শিরোনামে Realme। এবার তাদের নতুন Realme 15 সিরিজ খবরের শিরোনামে। ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Realme 15 এবং Realme 15 Pro। কোম্পানির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এই ইভেন্ট দেখা যাবে।

Advertisment

Realme 14 সিরিজের সাফল্যের পর, ১৫ সিরিজে আসছে একাধিক আপগ্রেড। বিশেষ করে যারা প্রিমিয়াম লুক, হাই পারফরম্যান্স ও AI টুলস খুঁজছেন, তাঁদের জন্য এই সিরিজ হতে চলেছে বিশেষ আকর্ষণীয়।

আরও পড়ুন- আপনি কি এয়ারটেল সিম ব্যবহার করেন? এই ৫টি OTT প্ল্যান 'সেরা', jioকে বলে বলে গোল

Realme 15 Pro: উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইন

Realme 15 Pro ফোনটির পিছনে এবার থাকছে নতুন স্কোয়ার ক্যামেরা মডিউল যার মধ্যে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরা সিস্টেমে থাকছে একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় একটি ফাংশনাল সেন্সর।

আরও পড়ুন- টানা ৯০ দিন উড়ার ক্ষমতা, নয়া এই সোলার বিমানই প্রযুক্তির সেরা বিস্ময়

ফোনটির ডিজাইন আরও পাতলা, বডির পুরুত্ব মাত্র ৭.৬৯ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম। এতে থাকছে একটি ৪D কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz এবং স্ক্রিনটি IP69 রেটিং-সহ ধুলো ও জলের মধ্যেও সুরক্ষিত।

ব্যাটারি ও চার্জিং – পাওয়ারহাউস Realme 15 Pro

Realme 15 Pro ফোনটিতে থাকছে বিশাল ৭০০০mAh ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এত বড় ব্যাটারির সাহায্যে একবার চার্জেই সারাদিনের বেশি ব্যবহার সম্ভব।

আরও পড়ুন- তাৎক্ষণিক উজ্জ্বলতা, মুখের লোম দূর করতে ব্যবহার করুন কফি ফেসপ্যাক

AI Edge Genie ও চিপসেট – ভবিষ্যতের প্রযুক্তির ছোঁয়া

Realme এই সিরিজে প্রথমবারের মত নিয়ে এসেছে একটি AI Edge Genie টুল যা ব্যবহারকারীদের ভয়েস কমান্ড ব্যবহার করে ছবি এডিট করতে সাহায্য করবে। এটি মূলত AI ফটো এডিটিং টুল যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কার্যকর হতে পারে।

আরও পড়ুন- পুশআপ করেন? জানেন, বয়স-লিঙ্গ অনুযায়ী কতগুলো করতে পারেন আপনি?

Realme 15 Pro-তে ব্যবহার হতে পারে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা ডেলি ইউজ, গেমিং এবং মাল্টিটাস্কিং-এর জন্য বেশ ভালো।

Realme 15 – মিড রেঞ্জে আকর্ষণীয় প্যাকেজ

Realme 15 5G ভার্সনে থাকতে পারে 6,300mAh ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 120Hz AMOLED ডিসপ্লে। এই ডিভাইসটিতে সম্ভবত Snapdragon সিরিজের মিডরেঞ্জ চিপসেট থাকবে এবং দাম হতে পারে ২৫,০০০ টাকার নীচে।

Realme 15 সিরিজের দাম কত হতে পারে?

Realme 15 Pro-এর প্রারম্ভিক দাম ৩০,০০০ টাকা থেকে শুরু হতে পারে এবং টপ ভেরিয়েন্টের দাম হতে পারে ৪০,০০০ টাকা পর্যন্ত। Realme 15 5G ভার্সনটির দাম হতে পারে ২৪,৯৯৯ টাকার আশপাশে।

এই দামে যে AI ফিচার, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন এবং ব্যাটারি পাচ্ছেন, তা এই সিরিজকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলছে।

কোথায় দেখা যাবে Realme 15 সিরিজ লঞ্চ ইভেন্ট?

Realme তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্ট লাইভ করবে ২৪ জুলাই সন্ধ্যা ৭টায়। ইভেন্টে Realme 15 এবং 15 Pro-এর সমস্ত বৈশিষ্ট্য, প্রাইসিং এবং ডেমো তুলে ধরা হবে।

Realme 15 সিরিজ এমন এক সময়ে বাজারে আসছে যখন ব্যবহারকারীরা AI ফিচার এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লেযুক্ত স্মার্টফোন খুঁজছেন। এই সিরিজটি সেই প্রত্যাশা পূরণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

realme Phone 15 Pro