Instant Glow: তাৎক্ষণিক উজ্জ্বলতা, মুখের লোম দূর করতে ব্যবহার করুন কফি ফেসপ্যাক

Instant Glow: কেমিক্যাল ছাড়াই উজ্জ্বল ত্বক, মুখের লোম দূর করতে কফি, কেল্প, হলুদের ঘরোয়া ফেসপ্যাক বানান। সহজে বানানো এই প্যাক ৩-৪ বার ব্যবহারেই ত্বকে আনবে বদল।

Instant Glow: কেমিক্যাল ছাড়াই উজ্জ্বল ত্বক, মুখের লোম দূর করতে কফি, কেল্প, হলুদের ঘরোয়া ফেসপ্যাক বানান। সহজে বানানো এই প্যাক ৩-৪ বার ব্যবহারেই ত্বকে আনবে বদল।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Instant Natural Glow

Instant Natural Glow: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফির ফেসপ্যাক দুর্দান্ত কাজ করে।

Instant Natural Glow: আজকাল ত্বকের উজ্জ্বলতা হারানো, কালো দাগ, মুখের অবাঞ্ছিত লোম, ট্যান বা ব্রণ খুব সাধারণ সমস্যা। এই সমস্যার সমাধানে আমরা অনেকেই পার্লারে রাসায়নিক চিকিৎসা ব্যবহার করি, যা তাৎক্ষণিক ফল দিলেও দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে।

Advertisment

কিন্তু যদি বলা হয়, আপনার ঘরের মধ্যেই রয়েছে এমন উপাদান যা প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক এবং মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি দিতে পারে?

কেন কফি প্যাক?

Advertisment

কফি পাউডারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাফিন এবং মৃদু এক্সফোলিয়েটিং উপাদান যা ত্বকের মৃত কোষ সরিয়ে দেয় এবং রক্ত প্রবাহ বাড়িয়ে তাৎক্ষণিক গ্লো এনে দেয়।

  • কফি গ্রাউন্ডস ত্বক ঘষে মৃত কোষ ও পাতলা চুল দূর করে

  • ক্যাফিন রক্ত চলাচল বাড়ায়

  • অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক পুনরুজ্জীবিত করে

  • প্রাকৃতিক উপাদান বলে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই

আরও পড়ুন- পুশআপ করেন? জানেন, বয়স-লিঙ্গ অনুযায়ী কতগুলো করতে পারেন আপনি?

উপকরণ

  • কফি পাউডার – ১ টেবিল চামচ

  • কেল্প (সামুদ্রিক শৈবাল) ময়দা – ১ টেবিল চামচ

  • হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ

  • দুধ বা দই – ১-২ টেবিল চামচ

  • মধু (যদি ত্বক শুষ্ক হয়) – ১ চা চামচ

আরও পড়ুন- সতর্ক হোন গর্ভবতীরা, এই ৩ বিষয় প্রসূতিদের জন্য বিপজ্জনক!

প্রস্তুত প্রণালী

১. একটি পরিষ্কার বাটিতে কফি পাউডার, কেল্প ও হলুদ গুঁড়ো মেশান।
২. এতে ধীরে ধীরে দুধ বা দই যোগ করে একটি পেস্ট তৈরি করুন।
৩. শুষ্ক ত্বকের জন্য ১ চা চামচ মধু মেশান।
৪. প্যাকটি মুখের লোমযুক্ত জায়গায় লাগান।
৫. ১৫–২০ মিনিট শুকাতে দিন।
৬. শুকিয়ে গেলে হাত দিয়ে আলতো করে ঘষে তুলুন।
৭. হালকা গরম জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগান।

আরও পড়ুন- ঘুমোনোর কায়দাই শরীরের ১২টা বাজাচ্ছে না তো? জানুন, কীভাবে ঘুমোবেন

এটি কীভাবে কাজ করে?

  • কফি পাউডার ও কেল্প একসঙ্গে মুখের লোম দুর্বল করে তুলে দেয়

  • হলুদ জীবাণুনাশক ও ব্রণ প্রতিরোধী

  • দুধ ত্বককে কোমল করে

  • দই ত্বকের দাগ দূর করতে সাহায্য করে

  • নিয়মিত ব্যবহার লোমের বৃদ্ধি কমে যায়

আরও পড়ুন- ঘরে বসে মাত্র ৫ মিনিটেই বানান হেয়ার ডাই! বদলে দিন চুলের রং

ব্যবহারের নিয়ম

  • সপ্তাহে ১ বার ব্যবহার করুন

  • ৩–৪ বার ব্যবহারের পর লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন

  • সংবেদনশীল ত্বকে প্রথমে প্যাচ টেস্ট করে নিন

সতর্কতা

  • প্যাক লাগানোর আগে মুখ পরিষ্কার করুন

  • খুব শক্তভাবে ঘষবেন না

  • যদি ত্বকে জ্বালাপোড়া হয়, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন

  • কোনও ক্ষত বা খোলা ব্রণের ওপর এই প্যাক ব্যবহার করবেন না

কেন রাসায়নিকের বদলে প্রাকৃতিক ক্রিম?

অনেকে হেয়ার রিমুভাল ক্রিম বা ফেসিয়াল ট্রিটমেন্টে সস্তা কেমিক্যাল ব্যবহার করেন, যা ত্বকের স্তর দুর্বল করে দেয়। কিন্তু কফি ফেস প্যাক এমন ঘরোয়া কায়দায় তৈরি যা একদিকে ত্বক থেকে অবাঞ্ছিত লোম সরায়, আবার ত্বক উজ্জ্বল, কোমল আর প্রাণবন্ত রাখে।

ত্বকের যত্ন মানেই কেবল গ্লো নয়—বরং স্বাস্থ্যকর ও টেকসই সমাধান খোঁজা। কফি, কেল্প ও হলুদের এই প্যাকটি হল তারই এক উজ্জ্বল উদাহরণ। ৩–৪ বার ব্যবহারেই ত্বকের পরিবর্তন বুঝতে পারবেন। প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা পেতে এখনই শুরু করুন এই ঘরোয়া ক্রিমের ব্যবহার।

glow natural Instant