আজ থেকে বিপুল হারে বাড়ছে জিওর খরচ

শুক্রবার থেকে চালু হবে সেইসব প্ল্যান। তার আগেই রিলায়েন্স প্রকাশ্যে নিয়ে এসেছে রিচার্জের দাম ও সুযোগ সুবিধা।

শুক্রবার থেকে চালু হবে সেইসব প্ল্যান। তার আগেই রিলায়েন্স প্রকাশ্যে নিয়ে এসেছে রিচার্জের দাম ও সুযোগ সুবিধা।

author-image
IE Bangla Web Desk
New Update
jio prepaid plans, jio offers

JioPhone, JioPhone lite: এই হ্যান্ডসেটের জন্য ৫০ টাকার রিচার্জ প্যাকও আসবে।

জিও তার সমস্ত প্ল্যানের বদল ঘটিয়েছে। শুক্রবার থেকে চালু হবে সেইসব প্ল্যান। তার আগেই রিলায়েন্স প্রকাশ্যে নিয়ে এসেছে রিচার্জের দাম ও সুযোগ সুবিধা।

১২৯ টাকার প্ল্যান

Advertisment

এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। ২ জিবি করে ডেটা পাওয়া যাবে। সঙ্গে ভয়েস কলের জন্য ১০০০ মিনিট ফ্রি। কোনো আনলিমিটেড সুবিধা নেই।

১৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এতে ৫৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। কল করার জন্য ১০০০ মিনিট অফ নেট ব্যবহার করতে পারবেন।

২৪৯ টাকার প্ল্যান

Advertisment

এই প্ল্যানের মেয়াদও ২৮ দিন। প্রত্যেকদিন ২ জিবি করে ব্যবহার করতে পারবেন। ১০০০ অফ নেট কলিং মিনিট পাওয়া যাবে এই সময়সীমার মধ্যে।

আরও পড়ুন:অনেকটা দাম বাড়ল ভোডাফোনের, বাদ পড়ল আনলিমিটেড সুযোগ সুবিধা

৩৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রত্যেকদিন৩ জিবি করে ডেটা ও ১০০০ মিনিট অফ নেট কলের সুবিধা পাওয়া যাবে।

৫৫৫ টাকার প্ল্যান

এই প্ল্যানে প্রত্যেক দিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। যার বৈধতা ৮৪ দিন। এই রিচার্জে ৩০০০ মিনিট অফ নেট কলের সুবিধা রয়েছে।

৫৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। ৩০০০ মিনিট অফ নেট কলের সঙ্গে প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন:৬৯৮ নাকি ৫৯৮, এয়ারটেলের কোন রিচার্জ লাভজনক?

১,২৯৯ টাকার প্ল্যান

১২,০০০ মিনিট অফ নেট কল ও ২৪ জিবি ডেটা পাবেন, যার বৈধতা ৩৬৫ দিন।

২,১৯৯ টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা পাওয় যাবে। এছাড়া ১২,০০০ মিনিট অফ নেট কল করতে পারবেন।

এখন প্রশ্ন জিও টু জিও আনলিমিটেড কলিং সুবিধা থাকবে না? এসএমএসের সুবিধাও কি উঠে যাবে? এখনও তা স্পষ্ট নয়। আগামিকাল নতুন রিচার্জের প্ল্যান কার্যকর হলে জানা যাবে বলে মনে করা হচ্ছে।

jio reliance jio