Advertisment

আগামী বছরেই দেশবাসীকে 5G পরিষেবা দেবে Jio, ঘোষণা মুকেশ আম্বানির

প্রধানমন্ত্রীর স্বপ্নের 'আত্মনির্ভর ভারত' গড়ার লক্ষ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নত নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার অঙ্গীকার করছে রিলায়েন্স জিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামী বছরেই ভারতবাসী পাবেন 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস সম্মেলনে এমনই প্রতিশ্রুতি দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। তিনি দাবি করেছেন, আগামী বছরে দেশে 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা বিপ্লব আনবে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে দেশবাসীকে 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা দেবে রিলায়েন্স জিও।

Advertisment

তিনি এদিন বলেছেন, ভারত এই মূহূর্তে বিশ্বের মধ্যে ডিজিটালি সংযুক্ত দেশ হিসাবে অগ্রণী। আর এটিকে আরও সুদৃঢ় করতে দ্রুত 5G মোবাইল ইন্টারনেট পরিষেবা শুরু করতে হবে। সহজলভ্য এবং সবার জন্য এই পরিষেবা দিতে রিলায়েন্স জিও আগামী বছরের মাঝামাঝি সময়ে ভারতে 5G মোবাইল ইন্টারনেট পরিষেবায় বিপ্লব নিয়ে আসবে।

আরও পড়ুন ভিন গ্রহের মাটি খুঁড়ে তল্লাশি! পৃথিবীতে নমুনা এনে নজির গড়ল জাপান

তিনি আরও বলেছেন, গরিব মানুষদের জন্য কম খরচে স্মারটফোন এবং মোবাইল ইন্টারনেট পরিষেবার বন্দোবস্ত করা হবে। আম্বানি বলেছেন, ভারতবর্ষে ৩০ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছেন যাঁরা এখনও 2G পরিষেবায় আটকে রয়েছেন। দ্রুত নীতি প্রণয়ন করে তাঁদের এর থেকে মুক্ত করে স্বল্পমূল্যে স্মার্টফোনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন করোনা ভ্যাকসিন সরবরাহে মোবাইল টেকনোলজিতেই আস্থা মোদীর

মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের 'আত্মনির্ভর ভারত' গড়ার লক্ষ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নত নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার অঙ্গীকার করছে রিলায়েন্স জিও। এই মুহূর্তে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে ২০টি স্টার্ট-আপ প্রোগ্রাম। তারা বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটার মতো প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়েছে। বিশ্বকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রিলায়েন্স জিও প্রযুক্তি দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

reliance jio Mukesh Ambani 5G Internet
Advertisment