/indian-express-bangla/media/media_files/2025/04/16/yL3J4ySWYFxIWa5InM9p.jpg)
Sam Altman: OpenAI-এর CEO স্যাম অল্টম্যানের মনে কৃত্রিম সুপারবুদ্ধিমত্তা (Artificial Superintelligence) নিয়ে চিন্তা শুরু হয়েছে গত বছর থেকেই। (ফাইল ছবি)
Sam Altman’s OpenAI May Soon Launch a New Social Media Platform Powered by AI Images: OpenAI-র CEO স্যাম অল্টম্যান এবার সোশ্যাল মিডিয়া দুনিয়ায় ঝড় তুলতে চলেছেন। খবর অনুযায়ী, OpenAI গোপনে একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করছে যা সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে এলন মাস্কের (Elon Musk) এক্স এবং মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) ইনস্টাগ্রামকে। প্ল্যাটফর্মটি এখনও প্রাথমিক স্তরে রয়েছে, তবে ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটি-র ভাইরাল ইমেজ জেনারেশন ফিচারকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে।
সম্প্রতি OpenAI একটি নতুন ইমেজ জেনারেটর চালু করেছে যা হায়াও মিয়াজাকি-স্টাইলের অ্যানিমে আর্টওয়ার্ক তৈরি করতে পারে। এই ফিচার ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেমে এসেছে মিম, রিমেক ও রূপান্তরিত ছবির ঢল। এ থেকেই অনেকে মনে করছেন OpenAI এই প্রবণতাকে কাজে লাগিয়ে নতুন একটি সোশ্যাল মিডিয়া তৈরি করতে চাইছে।
এখনও জানা যায়নি এটি একটি স্বাধীন অ্যাপ হবে নাকি ChatGPT-র মধ্যেই ইন্টিগ্রেট করা হবে। তবে OpenAI-র প্রবল ইউজার গ্রোথ (৪০০ মিলিয়নের বেশি অ্যাকটিভ ইউজার) ও ইমেজ ফিচারের জনপ্রিয়তা দেখে স্পষ্ট, কোম্পানিটি বড় কিছু পরিকল্পনা করছে।
আরও পড়ুন- কনকনে ঠান্ডার পাশাপাশি বিদ্যুৎ বিলের টেনশনও অতীত, এসি ব্যবহারে কোন উপায়ে দু'ক্ষেত্রেই বিরাট ফায়দা?
যদিও বর্তমান সোশ্যাল মিডিয়া বাজারের আইনগত চাপ ও মনোপলি বিতর্ক OpenAI-র এই পদক্ষেপে কিছুটা প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন- WhatsApp থেকে টাকা হাওয়া? মোক্ষম এই ৫ দাওয়াইয়ে রক্ষে!
এখন দেখার বিষয়, এই নতুন প্ল্যাটফর্ম কীভাবে গড়ে ওঠে এবং আদৌ কি এটি X ও Instagram-এর এক শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে কি না। এর আগে এক্স পরিচিত ছিল টুইটার নামে। এর পাশাপাশি ইনস্টাগ্রাম এবং ফেসবুক- সোশ্যাল মিডিয়ার জগতে এতদিন বিশ্বজুড়ে রাজত্ব করেছে।
আরও পড়ুন- স্মার্ট ব্যবহারেই সুরক্ষিত ভবিষ্যৎ! এসি থেকে বেরনো জল এই কাজে অনায়াসেই ব্যবহার করুন
তাদের সেই একচেটিয়া বাজারে গতবছরে প্রতিদ্বন্দ্বিতা করার মত নতুন কেউ ওঠেনি। বরং, এই সংস্থাগুলোই করোনা পরবর্তীতেও নিজেদের একচেটিয়া বাজার ধরে রেখে বুঝিয়ে দিয়েছে, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মত আর কেউ নেই। এই পরিস্থিতিতেই অল্টম্যানের সাফল্যের নতুন বার্তা বাজারে ঘুরে বেড়াচ্ছে।