Advertisment

কম দামে তিন ক্যামেরার দুর্ধর্ষ ফোন লঞ্চ করল স্যামসাং

কম দামে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই ফোনে। বর্তমান সময়ে পকেট ফ্রেন্ডলি দামে প্রয়োজন মেটানোর জন্য 'পারফেক্ট' এই ফোন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কম দামের ফোন বাজারে এনে ভারতে স্মার্টফোনের বাজারে কামড় বসাতে চায় প্রত্যেক স্মার্টফোন নির্মাণ কোম্পানি। তারমধ্যে স্যামসাং অন্যতম। স্যামসাং সপ্তমীর সকালে ভারতে লঞ্চ করল গ্যালাক্সি A20s। কম দামে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করতে পারবেন এই ফোনে। বর্তমান সময়ে পকেট ফ্রেন্ডলি দামে প্রয়োজন মেটানোর জন্য 'পারফেক্ট' এই ফোন।

Advertisment

কোম্পানি জানিয়েছে, ৬.৫ ইঞ্চি HD+ Infinity-V সঙ্গে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে রয়েছে নচ ডিজাইন।

আরও পড়ুন: স্যামসাং নোকিয়া নয়, স্ক্রিন ভাঁজ করা ফোন লঞ্চে প্রথম মাইক্রোসফট

দু’রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবেন এই ফোন। ৩ জিবি/৪জিবি র‌্যামের সঙ্গে ৩২ ও ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে এই মডেলে। এছাড়া ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে এক্সটার্নাল স্টোরেজ।

আরও পড়ুন: দুর্গা পুজোতে ফোনেই তুলুন সবার সেরা ছবি, রইল টিপস

অ্যান্ড্রয়েড ৯.০ পাই অক্টা কোর ওপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর থাকছে ফোনটিতে।

কমদামে ক্যামেরায় মাত করেছে গ্যালাক্সি A20s। ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ৫ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: গুগলে খুঁজে পাবেন শৌচালয়

আনলক করার জন্য ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্যতম ইউএসপি ৪০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে ফাস্ট চার্জিং-এর সুবিধা।

samsung
Advertisment