/indian-express-bangla/media/media_files/2025/08/26/google-pixel-smartwatch-2025-08-26-20-27-17.jpg)
Google Pixel Smartwatch: গুগল স্মার্টওয়াচ ২০২৫।
Google Pixel Smartwatch: গুগল অবশেষে ভারতে নিয়ে এল তার নতুন স্মার্টওয়াচ Pixel Watch 4 এবং ইয়ারবাড Pixel Buds Pro 2। দীর্ঘ প্রতীক্ষার পর "Made by Google" ইভেন্টে এই ডিভাইসগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। এ বছর গুগল শুধু স্মার্টফোন নয়, সঙ্গে স্মার্টওয়াচ ও ইয়ারবাডেও ক্রেতাদের চমক দিয়েছে।
বিশেষ আকর্ষণ
Pixel Watch 4 এসেছে দুটি আকারে– ৪১ মিমি এবং ৪৫ মিমি। এর ডিজাইন পূর্ববর্তী Pixel Watch 3-এর মত হলেও কোম্পানি জানিয়েছে, ডিসপ্লে এবং ব্যাটারি পারফরম্যান্সে বেশ কিছু উন্নতি করা হয়েছে। ঘড়িতে রয়েছে কার্ভড ডিসপ্লে, নতুন Actua 360 Always On Display, যার উজ্জ্বলতা সর্বোচ্চ 3000 Nits পর্যন্ত। ফলে রোদে বা কম আলোয়ও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে।
আরও পড়ুন- মারকাটারি অফারে এক অপরকে টেক্কা! পুজোর আগে জিও জাদুতে ছেয়ে গেল বাজার
গুগল Pixel Watch 4-এ রয়েছে শক্তিশালী Snapdragon W5 Gen 2 প্রসেসর। এর সঙ্গে দেওয়া হয়েছে Material 3 Expressive UI, যা নতুন প্রজন্মের জন্যই তৈরি হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হল Gemini AI সাপোর্ট। ব্যবহারকারীরা কেবল হাত তুলেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবেন, ফলে ঘড়িটি হবে আরও স্মার্ট এবং ফাস্ট।
আরও পড়ুন- সারা বছর নিশ্চিন্ত! টোল ট্যাক্সের ঝামেলা থেকে এবার মুক্তি এক রিচার্জেই
গুগল Pixel Watch 4 শুধু স্মার্টওয়াচ নয়, একপ্রকার ফিটনেস ট্র্যাকারও। এতে আছে ৪০টিরও বেশি এক্সারসাইজ মোড। পাশাপাশি রয়েছে ECG (হার্ট চেক), SpO2 (অক্সিজেন মনিটর), HRV ট্র্যাকিং, রেসপিরেশন বা শ্বাস-প্রশ্বাস সেন্সর, এছাড়া ঘড়িটি একবার চার্জে টানা ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করেছে গুগল।
আরও পড়ুন- পুজোর আগেই জিও কে গোল...! এয়ারটেল নিয়ে এল ব্যাক to ব্যাক সেরা ৫ রিচার্জ প্ল্যান
ভারতে গুগল Pixel Watch 4-এর দাম শুরু হচ্ছে ৩৯,৯০০ টাকা থেকে (৪১ মিমি WiFi ভ্যারিয়েন্ট)। বড় আকারের ৪৫ মিমি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯০০ টাকা। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে এর LTE ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছে।
আরও পড়ুন- কম খরচে স্কুটারে চেপে অফিসে যাতায়াত করতে চান, জানেন কোন ইলেকট্রিক স্কুটার সেরা?
স্মার্টওয়াচের পাশাপাশি গুগল এনেছে Pixel Buds Pro 2। এগুলির দাম ২২,৯০০ টাকা এবং শুধুমাত্র মুনস্টোন রঙে পাওয়া যাবে। এছাড়া কম বাজেটের জন্য রয়েছে Pixel Buds 2A, যার দাম মাত্র ১২,৯৯৯ টাকা। এগুলি Flipkart-এর মাধ্যমে কেনা যাবে।
কার জন্য উপযুক্ত? যাঁরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তাঁদের জন্য Pixel Watch 4 দারুণ উপযোগী। অফিস বা ভ্রমণে যাঁরা সহজে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে চান, তাঁদের জন্য Gemini সাপোর্ট বড় আকর্ষণ। সংগীতপ্রেমী বা অনলাইন মিটিংয়ে যাঁরা বেশি সময় কাটান, তাঁদের জন্য Pixel Buds Pro 2 পারফেক্ট বাছাই।
গুগল Pixel Watch 4 এবং Pixel Buds Pro 2 ভারতের ওয়্যারেবল মার্কেটে নতুন মাত্রা যোগ করবে। দামের দিক থেকে এগুলো প্রিমিয়াম সেগমেন্টে পড়লেও ফিচার এবং AI সাপোর্টের কারণে ব্যবহারকারীদের কাছে এগুলো বিশেষ আকর্ষণীয় হতে চলেছে।