/indian-express-bangla/media/media_files/2025/09/13/cats-2025-09-13-15-16-15.jpg)
দেরি না করে আপনিও চাইলে সেলফি তুলুন
Nano Banana Trending Pic: বলিউড বাদশা শাহরুখ খানকে একবার কাছ থেকে দেখা বা তাঁর সঙ্গে একটি সেলফি তোলা—এটা কোটি কোটি ভক্তের স্বপ্ন। কিন্তু মুম্বইয়ের মন্নত-এর বাইরে সারাদিন দাঁড়িয়ে থাকলেও সে সুযোগ পাওয়া বেশিরভাগের কাছেই দুষ্কর হয়ে ওঠে। এবার সেই স্বপ্ন পূরণ করবে Google-এর নতুন এআই ফিচার।
অনুরাগীদের জন্য বিরাট সুযোগ
Google DeepMind সম্প্রতি Gemini অ্যাপের মাধ্যমে একটি নতুন ইমেজ-এডিটিং মডেল লঞ্চ করেছে—নাম Nano Banana। এই টুলটি এতটাই দুর্দান্ত যে, ব্যবহারকারীর দেওয়া নির্দেশ মেনে কোনও ছবিতে সেলিব্রিটি, পোষ্য, বা নতুন ডিজাইন এমনভাবে যোগ করতে পারে, যাতে ছবি দেখে মনে হয় বাস্তবে তোলা হয়েছে।
আরও পড়ুন- বরফের চাঁই ঠান্ডা করত কামরা! জানুন, দেশের প্রথম এসি ট্রেনের ইতিহাস
Nano Banana ব্যবহার করে শাহরুখ খানের ভক্তরা সহজেই নিজের ছবিতে কিং খানের ইমেজ যোগ করতে পারবেন। এর জন্য কেবল নিজের একটি ছবি আপলোড করতে হবে এবং Gemini অ্যাপকে নির্দেশ দিতে হবে—'Add Shah Rukh Khan besides me'। কয়েক সেকেন্ডের মধ্যেই পাওয়া যাবে একদম রিয়েলিস্টিক একটি সেলফি।
আরও পড়ুন- ঘিবলির পর, এই নতুন ছবির ট্রেন্ড ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে! আপনিও আপনার ছবি 3D আর্টে বদলে ফেলুন
আগের অনেক এআই টুলে সমস্যা ছিল—মুখ বিকৃত হয়ে যেত, হাসি কৃত্রিম দেখাত বা চুলের স্টাইল অদ্ভুত লাগত। কিন্তু Nano Banana এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে। এখানে রয়েছে Face preservation-এর সুযোগ। যাতে আসল ছবির মতই মুখের আকৃতি বজায় থাকে। রয়েছে Multi-photo blending-এর ব্যবস্থা। যেখানে পোষ্যের ছবি বা অন্য কোনও ছবি মেশালেও দুর্দান্ত এডিটিং হয়। পাশাপাশি রয়েছে Style swap-এর ব্যবস্থাও। ইচ্ছেমতো বলিউড কস্টিউম, ক্যাজুয়াল আউটফিট বা প্রফেশনাল লুক এই এডিটিং টুলসের মাধ্যমে আনা কোনও ব্যাপারই নয়।
আরও পড়ুন- আপনি কি শেষ মুহূর্তে আয়কর জমা দিচ্ছেন? তাড়াহুড়োয় এই ৫টি ভুল করলেই...
Google স্পষ্ট জানিয়েছে যে, এই এআই-এডিট করা ছবিতে থাকবে দৃশ্যমান ওয়াটারমার্ক এবং SynthID নামের ডিজিটাল ওয়াটারমার্ক। ফলে ব্যবহারকারী বুঝতে পারবেন যে এটি একটি এআই-জেনারেটেড ছবি। শাহরুখের সঙ্গে ফ্যানের সেলফি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘরে বসেই যখন এই সুযোগ পাওয়া যাচ্ছে, তখন হাজার হাজার ফ্যান এই টুল ব্যবহার করে ছবি শেয়ার করবেন। এমনটাই আশা করা হচ্ছে। এভাবে 'Selfie with Shah Rukh Khan' সার্চ ও হ্যাশট্যাগ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রেন্ড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।
আরও পড়ুন- Flipkart সেলে প্রথমবারের মতো এত সস্তায় পাওয়া যাবে iPhone, সাশ্রয় হবে হাজার হাজার টাকা
এই টুল ব্যবহার করে যে কেউ সেলিব্রিটি ফটো, রেট্রো স্টাইল ছবি এমনকী প্রজাপতির ডানা দিয়ে ড্রেস ডিজাইনও বানাতে পারবেন। অর্থাৎ শুধু ফ্যানদের স্বপ্ন নয়, ক্রিয়েটিভ আর্টিস্টদের জন্যও এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। যাঁরা সবসময় ভাবতেন, 'শাহরুখ খানের সঙ্গে একটা সেলফি তুলতে পারলেই জীবন ধন্য'—তাঁদের জন্য Google Gemini-র Nano Banana সত্যিই এক অবিশ্বাস্য গিফট। শুধু কয়েকটি ক্লিক আর একটি সাধারণ ছবি দিয়েই তৈরি হয়ে যাবে সেই স্বপ্নের সেলফি।