US strikes On Iran nuclear sites: আমেরিকার 'বাংকার বাস্টার' বোমার শক্তিতে বুক কেঁপে উঠবে, কীভাবে নির্ভুল লক্ষ্যে আঘাত?

Israel Iran war: ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পরমাণুকেন্দ্র ফোরডোকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই 'বাংকার বাস্টার' বোমার। আমেরিকার হাতে থাকা প্রবল শক্তিশালী এই বোমার শক্তিতে বুক কেঁপে উঠবে তামাম বিশ্বের।

Israel Iran war: ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পরমাণুকেন্দ্র ফোরডোকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই 'বাংকার বাস্টার' বোমার। আমেরিকার হাতে থাকা প্রবল শক্তিশালী এই বোমার শক্তিতে বুক কেঁপে উঠবে তামাম বিশ্বের।

author-image
IE Bangla Tech Desk
New Update
gbu-57-bunker-buster-bomb

আমেরিকার 'বাংকার বাস্টার' বোমার শক্তিতে বুক কেঁপে উঠবে

Israel Iran war: ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পরমাণুকেন্দ্র ফোরডোকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই 'বাংকার বাস্টার' বোমার। আমেরিকার হাতে থাকা প্রবল শক্তিশালী এই বোমার শক্তিতে বুক কেঁপে উঠবে তামাম বিশ্বের।  

Advertisment

মাত্র এক আঘাতেই ধ্বংস ইরানের পারমাণবিক ঘাঁটি! কীভাবে কাজ করে আমেরিকার GBU-57A/B 'বাংকার বাস্টার' বোমা? বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমার নাম কী? উত্তর একটাই — GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP)। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বোমা ভূগর্ভস্থ বাঙ্কার বা টানেল ধ্বংসে বিশেষভাবে কার্যকর। এমনকি ইরানের ফোরডো পারমাণবিক কেন্দ্র-এর মত পাহাড়ের নিচে সবচেয়ে সুরক্ষিত পারমানবিক ঘাঁটিও চোখের পলকে উড়িয়ে দিতে পারে এই 'বাংকার বাস্টার'।

 কীভাবে কাজ করে এই বোমাটি?
এই বোমার ওজন প্রায় ১৩,৬০০ কেজি, এবং এটি মাটির ৬১ মিটার গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এটি নিক্ষেপ করা হয় B-2 স্টিলথ বোমারু বিমান থেকে, যা শত্রুর নজর এড়িয়ে ভারী অস্ত্র বহনে সক্ষম।

Advertisment

এটি একাধিকবার টার্গেট করা যায়, যাতে আগের বিস্ফোরণ পরবর্তী বোমাটিকে আরও গভীরে প্রবেশে সাহায্য করে। এজন্যই এটি শক্তিশালী বাঙ্কারও গুঁড়িয়ে দিতে পারে।

 ইরানের ফোরডো পারমাণবিক কেন্দ্র কি লক্ষ্য?
ফোরডো পারমানবিক কেন্দ্র,পাহাড়ের গভীরে অবস্থিত, বর্তমানে ইরানের অন্যতম সুরক্ষিত পারমাণবিক ঘাঁটি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, GBU-57A/B ছাড়া এমন কোনও অস্ত্র নেই যা এই গভীর বাঙ্কারকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে।

কেবল আমেরিকার কাছেই কেন এই অস্ত্র?
এই বোমা ও B-2 বোমারু বিমান বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কাছে রয়েছে। ইজরায়েল বা অন্য কোনও দেশের কাছে এই বোমা নেই, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এর ব্যবহার অসম্ভব।

যুদ্ধের প্রস্তুতি না কৌশলগত হুঁশিয়ারি?
যদিও এই বোমাটি এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি এবং বারবারের পরীক্ষায় বোঝা যায়— যেকোনও সময়, মাত্র কয়েক মিনিটেই এই অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া সম্ভব।

Israel-Iran War