দামি মোবাইল ব্যবহার করছেন, জানেন SIM কার্ড-এর পুরো নাম? ৯৯ শতাংশের কাছেই উত্তরটা অজানা

আজকালকার দিনে একটি মোবাইলের বদলে একাধিক মোবাইল ফোন সঙ্গে রাখেন অনেকেই। অথচ বেশিরভাগ মানুষই জানেন না, সিম কার্ডের একটা কোণা কেন কাটা থাকে।

আজকালকার দিনে একটি মোবাইলের বদলে একাধিক মোবাইল ফোন সঙ্গে রাখেন অনেকেই। অথচ বেশিরভাগ মানুষই জানেন না, সিম কার্ডের একটা কোণা কেন কাটা থাকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
sim-card-corner-cut-reason-explained

সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন জানেন না ৯৯ শতাংশ মানুষই

সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন জানেন না ৯৯ শতাংশ মানুষই। পাশাপাশি অনেকেই জানেন না সিম কার্ডের পুরো নাম।  

Advertisment

দাম, ক্যামেরা, ফিচার থেকে ডিসপ্লে, কী কী তফাৎ রয়েছে iPhone 17 Pro সঙ্গে 17 Pro Max-এর, কোনটি কেনা লাভজনক?

আজকালকার দিনে একটি মোবাইলের বদলে একাধিক মোবাইল ফোন সঙ্গে রাখেন অনেকেই। অথচ বেশিরভাগ মানুষই জানেন না, সিম কার্ডের একটা কোণা কেন কাটা থাকে। প্রতিদিন মোবাইল ব্যবহার করলেও এই সাধারণ প্রশ্নের উত্তর অনেকের অজানাই রয়ে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর পেছনে রয়েছে একটি প্রযুক্তিগত কারণ।

Advertisment

আরও স্মার্ট, আরও উন্নত! পুজোর আগে বিরাট চমক, অ্যাপল ওয়াচ ১১সিরিজের দাম কত?

সিম কার্ডের কোণা কাটা থাকার কারণ প্রসঙ্গে টেক এক্সপার্টরা জানাচ্ছেন, সিম কার্ডকে ফোনে সঠিকভাবে ফিট করানোর জন্যই এক কোণা কেটে রাখা হয়। এতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন, সিম কার্ডটি সঠিকভাবে বসানো হয়েছে নাকি উল্টো লাগানো হয়েছে। যদি সিম উল্টোভাবে লাগানো হয়, তবে এটি কাজ করবে না। ফোনে নেটওয়ার্ক আসবে না এবং সিম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে। তাই কোণা কাটা থাকায় সঠিক দিক চিহ্নিত করা সহজ হয়।

কীভাবে কাজ করে সিম কার্ড?

সিম কার্ডের পুরো নাম হলো Subscriber Identity Module। এটি মূলত মোবাইলকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। এর মধ্যে থাকে International Mobile Subscriber Identity (IMSI) নম্বর এবং একাধিক সিকিউরিটি কী।

এই তথ্যের সাহায্যে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয় এবং তাকে নেটওয়ার্কে প্রবেশের অনুমতি দেওয়া হয়। মোবাইল চালু হওয়ার পর ডিভাইস সিম কার্ডের ডেটা পড়ে সেটি নেটওয়ার্কে পাঠায়।

Apple এর এখন পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone, পান আরও মসৃণ অভিজ্ঞতা, ডিজাইন নজর কাড়বে

এরপর নেটওয়ার্ক ওই ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে। এই কারণেই একটি কোম্পানির সিম অন্য কোম্পানির নেটওয়ার্কে কাজ করে না। সিমের প্রতিটি ডেটা নির্দিষ্ট অপারেটরের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে।

SIM