Snake prevention tips monsoon: বর্ষায় সাপের উপদ্রব থেকে মুহূর্তে মিলবে সুরক্ষা,ঘরোয়া এই টোটকায় মুসকিল আসান

Snake prevention tips monsoon: বর্ষা মানেই সবুজে ঘেরা প্রকৃতি। সবুজ স্নিগ্ধ প্রকৃতির মাঝেই ওঁত পেতে থাকে ভয়ঙ্কর বিপদ। বর্ষায় অন্যান্য সময়ের থেকে অনেক বেশি পরিমাণে বাড়ে সাপের উপদ্রব।

Snake prevention tips monsoon: বর্ষা মানেই সবুজে ঘেরা প্রকৃতি। সবুজ স্নিগ্ধ প্রকৃতির মাঝেই ওঁত পেতে থাকে ভয়ঙ্কর বিপদ। বর্ষায় অন্যান্য সময়ের থেকে অনেক বেশি পরিমাণে বাড়ে সাপের উপদ্রব।

author-image
IE Bangla Tech Desk
New Update
Snake prevention tips monsoon, home remedies for snakes, naphthalene snake repellent, ammonia spray for snakes, rural snake control, natural snake repellent, monsoon safety snakes

বর্ষায় সাপের উপদ্রব থেকে মুহূর্তে মিলবে সুরক্ষা,ঘরোয়া এই টোটকায় মুসকিল আসান

Snake prevention tips monsoon: বর্ষায় সাপের উপদ্রব থেকে মুহূর্তে মিলবে রক্ষা, ঘরোয়া এই প্রতিকারে ভরসা রাখুন, সতর্ক থাকুন।

Advertisment

বর্ষা মানেই সবুজে ঘেরা প্রকৃতি। সবুজ স্নিগ্ধ প্রকৃতির মাঝেই ওঁত পেতে থাকে ভয়ঙ্কর বিপদ। বর্ষায় অন্যান্য সময়ের থেকে অনেক বেশি পরিমাণে বাড়ে সাপের উপদ্রব। বর্ষাকালে বৃষ্টির জল, ভেজা মাটি এবং ঘন ঝোপঝাড়ের কারণে সাপ প্রায়ই বসতির দিকে চলে আসে। বিশেষত বাড়ির শিশু ও প্রবীণরা এই কারণে বর্ষায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন। তবে আতঙ্কিত না হয়ে কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধানেই এই প্রতিকার সম্ভব।

আরও পড়ুন- এসির গ্যাস লিক করে ছটফট করে মৃত্যু! বর্ষায় কতটা বিপজ্জনক হতে পারে আপনার সাধের এসি মেশিনটি?

Advertisment

সাপ তাড়াতে কার্যকর ঘরোয়া প্রতিকার

ন্যাপথলিন ট্যাবলেট ব্যবহার করুন

ন্যাপথলিন ট্যাবলেট গুঁড়ো করে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর সেটি দরজা, জানালা ও বাগানের চারপাশে লাগান। এর গন্ধ সাপ সহ্য করতে পারে না।

অ্যামোনিয়া স্প্রে করুন

১–২ কাপ জলে ২–৩ চামচ অ্যামোনিয়া মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এটি দরজা, জানালার পাশে ও গাছপালার আশেপাশে স্প্রে করলে সাপ ঘেঁষতে পারে না।

লবঙ্গ ও দারুচিনি তেল ছড়ান

তিন কাপ জলে ২ চামচ লবঙ্গ ও দারচিনির তেল মিশিয়ে স্প্রে করুন বাগানে বা বাড়ির বাইরে। এটি শুধু সাপ নয়, পোকামাকড়ও দূরে রাখে।

রসুন ও পেঁয়াজ তেল ব্যবহার করুন

পেঁয়াজ বা রসুনের তেল দরজা-জানালার চারপাশে লাগালে সাপ তার তীব্র গন্ধে কাছে ঘেঁষতে পারে না।

আরও পড়ুন- [ বর্ষায় বারে বারে এসি বন্ধ? জানেন কী ভয়ঙ্কর সর্বনাশ করছেন?]

গ্রামীণ এলাকায় এখনো টায়ারের টুকরো বা কাটা প্লাস্টিক বোতল বাড়ির মূল ফটকের সামনে রেখে সাপ দূরে রাখার পদ্ধতি চালু আছে। এছাড়া নিমপাতা পিষে উঠোনে ছড়িয়ে দেওয়া হয়, যাতে সাপ ঘরে প্রবেশ করতে পারে না। ঘরের চারপাশে সরিষার বীজ ছড়িয়ে সাপ তাড়ানোর পদ্ধতিও খুব প্রচলিত। বাড়ির আশেপাশে যদি বিষাক্ত বা বড় সাপ দেখতে পান, নিজে কিছু না করে স্থানীয় বন দপ্তর বা সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন। নিজের ধরার চেষ্টা করবেন না।

Poisonous Snake Snake Bite Snake