AC Automatically Turns Off Fix: গরমকালে এসি আমাদের অন্যতম ভরসার যন্ত্র। কিন্তু অনেক সময় আমরা দেখি যে এসি চালু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বন্ধ হয়ে যায়। আবার ফ্যানের শব্দ শোনা গেলেও ঠান্ডা বাতাস পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ ভাবেন এটি কোনও বড় সমস্যা এবং মেকানিককে ডাকেন, যিনি অনেক সময় বিরাট খরচের ফিরিস্তি দেন।
সহজে মেটান এসির সমস্যা
কিন্তু, আপনি এই সাধারণ সমস্যাটির সহজ সমাধান নিজেই করতে পারেন – কোনও খরচ ছাড়াই! মনে রাখবেন, এই সমস্যা সাধারণত দেখা যায় এসির সকেট বা কানেকশন আলগা হয়ে গেলে। কানেকশন আলগা হয়ে গিয়েছে কি না, কীভাবে বুঝবেন? দেখবেন যে, এসি চালু হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। কখনও ঠান্ডা বাতাস আসছে না, কেবল ফ্যানের শব্দ পাওয়া যাচ্ছে। ডিসপ্লে কাজ করছে, কিন্তু কন্ট্রোলার রেসপন্স করছে না।
আরও পড়ুন- মাত্র ১০০ টাকায় ৯০ দিনের জিও প্ল্যান! ফ্রি হটস্টারের সঙ্গে মিলছে 5GB ডেটা
এই সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে কমন কারণটি হল ডিসপ্লে থেকে পিসিবি বোর্ডে যাওয়া সকেটটি আলগা হয়ে যাওয়া। আসলে, এয়ার কন্ডিশনার চলার সময় তা হালকা কম্পন তৈরি করে, যা ধীরে ধীরে কন্ট্রোল বোর্ডের কানেকশন আলগা করে দেয়।
আরও পড়ুন- কার্গিল যুদ্ধে ভারতের কোন ৮ 'ব্রহ্মাস্ত্র'-এ পাক বধ? শক্তিতে বুক কেঁপে উঠবে
এটা ঠিক করতে প্রথমে এসির পাওয়ার সুইচ বন্ধ করুন। এসির ওপরের কভার খুলুন। ডিসপ্লে ইউনিট এবং কন্ট্রোল বোর্ড (PCB) দেখতে পাবেন। এরপর সকেটটি খুঁজে বের করুন। ডিসপ্লে থেকে পিসিবিতে যাওয়া একটি ছোট প্লাস্টিক সকেট থাকে। এটি প্রায়শই আলগা থাকে অথবা আংশিক যুক্ত থাকে। সেই সকেটটি খুলে আবার ভালোভাবে লাগান। এরপর কভার লাগিয়ে পাওয়ার অন করুন। দেখবেন, এসি আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করবে।
আরও পড়ুন- সাবধান! বর্ষাকালে এই ৭ সাপ কিন্তু খুব ঘরে ঢুকে যায়! সতর্ক না হলেই বিপদ
যদি আপনি ব্যাপারটা বুঝতে না পারেন, তবে ভিডিও দেখে ধাপে ধাপে বোঝার চেষ্টা করুন। বারবার সমস্যা হলে ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে পারেন। মেকানিক ডাকলে আগে সকেট চেক করতে বলুন, যেন অপ্রয়োজনীয় খরচ না হয়। মনে রাখবেন, এটা পিসিবির ত্রুটি নয়। কিন্তু, তারপরও অনেক মেকানিক বলে থাকেন, এটি পিসিবি বোর্ড নষ্ট হয়ে গেছে, তাই হচ্ছে। সারাতে অনেক খরচ লাগবে। যদিও ৭০-৮০% ক্ষেত্রে সমস্যা কেবল সকেট লুজ হওয়ার কারণেই হয়। সেই কারণে একটু সচেতন হলেই আপনি অনায়াসে নিজের ১৫০০-২০০০ টাকা এবং সময় বাঁচাতে পারবেন।
আরও পড়ুন- এই কায়দায় রাঁধুন সুস্বাদু তরকা, রুটি থেকে ভাতের সঙ্গে জমবে দারুণ!
তাই এসি ঘন ঘন বন্ধ হওয়ার সমস্যায় পড়লে প্রথমেই ভয় পাবেন না। খুব সাধারণ একটি কানেকশন সমস্যাই হতে পারে। এর সমাধান আপনি নিজেই করতে পারেন। নিজে চেষ্টা করুন, কাজ না হলে নির্ভরযোগ্য টেকনিশিয়ানকে ডাকুন — কিন্তু আগে এই সহজ ব্যাপারটি চেক করে নিন।