গত বছরের শেষে কলকাতা সহ ভারতের একাধিক শহর সাক্ষী থেকেছেন বলয়গ্রাস গ্রহণের। এবছরও দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে ভারতের বেশ কিছু এলাকা থেকে। একইসঙ্গে খন্ডগ্রাস ও আংশিক গ্রহণ দেখতে পাবেন দেশবাসী।
Solar eclipses in 2020
প্রত্যেক বছর দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ হয়। এসময় সূর্য চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। ২১ জুন ও ১৪ ডিসেম্বর এবছর গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন:আপনাকে করোনার থেকে বাঁচাতে নয়া উদ্যোগে হোয়াটসঅ্যাপ
২১ জুন সূর্যগ্রহণ
সকাল ৯.১৫ থেকে দুপুর ৩.০৪ পর্যন্ত চলবে বলয় গ্রহণ। বলয় গ্রাসের সময় সকাল ১০:১৭ থেকে দুপুর ২.০২ পর্যন্ত। ১২.১০ নাগাদ সম্পূর্ণ গ্রহণটা দেখা যাবে।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতি! আন্টার্কটিকায় বরফ গলে বাড়ছে জলের স্তর
১৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ
১৪ ডিসেম্বর সকাল ৭.০৩ থেকে ১১.২৪ পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। সকাল ৮.০২ মিনিট থেকে শুরু হবে বলয় গ্রাস। ৯.৪৩ মিনিট নাগাদ সম্পূর্ণ গ্রহণটা দেখা যাবে।
Read the full story in English