/indian-express-bangla/media/media_files/2025/11/05/suzuki-access-cng-cbg-scooter-170km-range-launch-soon-2025-11-05-14-32-08.jpg)
২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ
CNG SCOOTER: পরিবেশবান্ধব জ্বালানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও বিকল্প জ্বালানি প্রযুক্তির দিকে ঝুঁকছে। সেই ধারাবাহিকতায় এবার সুজুকি আনতে চলেছে এক নতুন সিএনজি স্কুটার। যেটি একবারে ২ লিটার CNG-তে প্রায় ১৭০ কিলোমিটার মাইলেজ দেবে বলে দাবি সংস্থার। এই স্কুটারটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে জনপ্রিয় হোন্ডা অ্যাক্টিভা-র সঙ্গে।
জাপান মোবিলিটি শো ২০২৫-এ সুজুকি তাদের জনপ্রিয় অ্যাক্সেস স্কুটারের একটি সিএনজি সংস্করণ প্রদর্শন করেছে, যা সিবিজি (কমপ্রেসড বায়ো-মিথেন গ্যাস) তেও চলতে সক্ষম। অর্থাৎ, এই স্কুটারটি সিএনজি এবং সিবিজি — উভয় ধরনের গ্যাসেই চলবে। খুব শীঘ্রই এটি ভারতে লঞ্চ হতে পারে, কারণ সংস্থা বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবস্থাতেও জোর দিচ্ছে।
বর্তমানে টিভিএস জুপিটার সিএনজি সংস্করণ উন্নয়নের পর্যায়ে থাকলেও, সুজুকি অ্যাক্সেস সিএনজি/সিবিজি ভারতের প্রথম ডুয়েল গ্যাসচালিত স্কুটার হতে চলেছে। এর নকশা পেট্রোলচালিত অ্যাক্সেস মডেলের মতোই, তবে এতে সবুজ রঙের ডেকাল ও স্টিকার ব্যবহৃত হয়েছে, যা নির্দেশ করে যে এটি গ্রিন ফুয়েল টেকনোলজিতে চলে।
স্কুটারটির গ্যাস ট্যাঙ্ক সিটের নিচে ইন্সটল করা হয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ৬ লিটার (সিএনজি/সিবিজি)। এছাড়াও, এতে রয়েছে একটি ২ লিটার পেট্রোল ট্যাঙ্ক। দুটি ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ থাকলে স্কুটারটি মোটামুটি ১৭০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম।
তবে সিএনজি/সিবিজি সিস্টেম যুক্ত হওয়ায় স্কুটারটির ওজন প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পেট্রোলচালিত সুজুকি অ্যাক্সেসের ওজন যেখানে ১০৬ কেজি, সেখানে এই নতুন সংস্করণ কিছুটা ভারী হতে পারে। এর ফলে শক্তি ও টর্কে সামান্য পরিবর্তন আসতে পারে। বর্তমানে পেট্রোলচালিত সংস্করণে ১২৪ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮.৪ পিএস পাওয়ার এবং ১০.২ এনএম টর্ক উৎপন্ন করে।
শুধু তাই নয়, সুজুকি এবার ভবিষ্যতের প্রযুক্তি নিয়েও কাজ করছে। কোম্পানি শো-তে তাদের বার্গম্যান ৪০০ স্কুটারের একটি হাইড্রোজেনচালিত সংস্করণও প্রদর্শন করেছে। যদিও এটি কবে বাজারে আসবে তা এখনো ঘোষণা করেনি সুজুকি, তবে স্পষ্ট যে সংস্থাটি ভবিষ্যতের সবুজ জ্বালানি প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন- ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র
আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত!
৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us