Advertisment

টাটা স্কাইয়ের নতুন প্ল্যাটফর্ম, ২৪৯ টাকায় অ্যামাজন প্রাইম থেকে হটস্টার

এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিন মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অ্যামাজন প্রাইম সার্ভিস। পাশাপাশি এককালীন দিতে হবে হটস্টার, সান নেক্সট, ইরোস, নাও, হাঙ্গামা প্লে-এর সিঙ্গেল সাবস্ক্রিপশন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ট্রাইয়ের নয়া নিয়ম চালু হওয়ার পর একাধিক সুযোগ সুবিধা নিয়ে এসেছে বাজার চলতি সমস্ত সম্প্রচারকারী সংস্থা। তারমধ্য ডিটিএইচ পরিষেবা টাটা স্কাই অন্যতম। সদ্য তারা জনসাধারণের সুবিধার্থে লঞ্চ করল টাটা স্কাই বিঞ্জ (Tata Sky Binge)।

Advertisment

টিভির একাধিক অ্যাপ থেকে নেওয়া বিভিন্ন ডিজিটাল কনটেন্ট থাকবে এই প্ল্যাটফর্মে। অ্যামাজন ফায়ার টিভি স্টিক দিয়ে ব্যবহার করা যাবে 'টাটা স্কাই বিঞ্জ'। অর্থাৎ একটা সাবসক্রিপশন ফি দিয়ে, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক অ্যাপের ডিজিটাল কনটেন্টের স্ট্রিমিং দেখা যাবে।

আরও পড়ুন: এখনও চ্যানেল বাছাই করেন নি? জানুন, কী করবেন

টাটা স্কাই বিঞ্জের খরচ, প্রতি মাসে ২৪৯ টাকা। টাটা স্কাই ডিটিএইচ অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইবার্সের চার্জ কাটা হবে। এক্ষেত্রে অ্যামাজন ফায়ার টিভি স্টিক ব্যবহার করলে তাতে অতিরিক্ত কোনো দাম দিতে হবে না বলে জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: ট্রাই-এর নয়া বিধি মেনে ‘সহজ’ চ্যানেল প্যাক আনল টাটা স্কাই

এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিন মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অ্যামাজন প্রাইম সার্ভিস। পাশাপাশি এককালীন দিতে হবে হটস্টার, সান নেক্সট, ইরোস, নাও, হাঙ্গামা প্লে-এর সিঙ্গেল সাবস্ক্রিপশন।

এই প্ল্যাটফর্মে থাকবে ভিডিও লাইব্রেরী। সাত দিন আগের পুরোনো এপিসোড দেখার সাধ জাগলে তারও সুবিধা পাবেন 'টাটা স্কাই বিঞ্জ'এ। শুধু সিরিয়াল নয়, সম্প্রচার হয়ে যাওয়া সিনেমাও দেখতে পারবেন আপনি। সে বলিউড হোক বা হলিউড বা কোনো আঞ্চলিক সিনেমা।

Read the full story in English

Telecom Regulatory Authority of India
Advertisment