Advertisment

বাজারে এল Vivo’র তিনটি নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচার ও দাম

তিনটি মডেলের স্মার্টফোনে তিনটি আলাদা আলাদা চিপসেট ব্যবহার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবশেষে বাজারে এল Vivo X70, X70 Pro ও X70 Pro+

অপেক্ষার অবসান! অবশেষে বাজারে এল Vivo X70, X70 Pro ও X70 Pro+ তিনটি নতুন স্মার্টফোন। এই তিনটি মডেলের স্মার্টফোনে তিনটি আলাদা আলাদা চিপসেট ব্যবহার করা হয়েছে। থাকছে 12GB পর্যন্ত RAM। X60 সিরিজের মতোই X70 সিরিজের ফোনগুলিতেও Zeiss ক্যামেরা ব্যবহার করেছ Vivo। আপাতত, শুধুমাত্র চিনের বাজারেই এই ফোনগুলি পাওয়া যাবে। একনজরে Vivo X70 সিরিজের তিনটি ফোনের দাম এবং ফিচার্স।

Advertisment

Vivo X70 স্পেসিফিকেশনস, ফিচার্স-

১. Vivo X70 মডেলে রয়েছে একটি 6.56 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে।

২. ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে থাকছে HDR সাপোর্ট।

৩ এই ফোনে থাকছে একটি MediaTek Dimensity 1200 চিপসেট।

৪. এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

৫. নয়া এই মডেল Android 11 অপারেটিং সিস্টেমের OriginOS 1.0 স্কিন দ্বারা চালিত হবে।

৬. Vivo X70 ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 40MP Sony IMX766V সেন্সর

৭. সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি 12MP পোট্রেইট ক্যামেরা।

৮. 4400mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 44W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

আরও পড়ুন: Pixel 6 টিজার সামনে আনল Google, লঞ্চ সম্ভবত সামনের মাসেই

Vivo X70 Pro স্পেসিফিকেশনস, ফিচার্স-

১. এই মডেলে রয়েছে 6.74 ইঞ্চির একটি বড় AMOLED ডিসপ্লে।

২. এই ফোনের ডিসপ্লেতেও দেওয়া আছে 120 Hz রিফ্রেশ রেট।

৩. Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 888+ থাকছে নতুন এই স্মার্টফোনে

৪. এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে Adreno 660 GPU, 12GB পর্যন্ত RAM ও 512GB অনবোর্ড স্টোরেজের সঙ্গে।

৫. প্রাইমারি ক্যামেরায় থাকছে 50MP সেন্সর

৬. সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 48MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12MP পোট্রেট ক্যামেরা ও 8MP পেরিস্কোপ ক্যামেরা থাকছে।

৭. 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 55W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৮. 50W ফাস্ট ওয়্যারলেস চার্জও সাপোর্ট করবে এই ফোন।

Vivo X70 Pro+ স্পেসিফিকেশন, ফিচার্স-

১. Vivo X70 Pro+ এর একটি বড় 6.78-ইঞ্চি UHD (1,440 × 3,200 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে 20: 9 অ্যাসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশ রেট সহ।

২. এই মডেলে ফোনে থাকছে Snapdragon 888+ প্রসেসর। যা Adreno 660 GPU, 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে পেয়ার করা থাকবে।

৩. স্মার্টফোনটি 50MP প্রাইমারি শুটার, 48MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা,12MP পোর্ট্রেট ক্যামেরা এবং 8MP পেরিস্কোপ ক্যামেরা সহ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে।

৪. এই মডেলের ফোনে রয়েছে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি।

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাজার ধরতে নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে Apple-Google

কালার ভ্যারিয়েন্ট-

কালো, সাদা ও নেবুলা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে Vivo X70 ও Vivo X70 Pro মডেল দুটি। অন্যদিকে কালো, নীল ও কমলা এই তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে Vivo X70 Pro+ মডেল ।

Vivo X70 সিরিজ মডেলের দাম-

Vivo X70 ফোনের দাম শুরু হচ্ছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,১০০ টাকা) থেকে। এই ফোনের বেস ভ্যারিয়্যান্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। অন্য দিকে 8GB RAM + 256GB স্টোরেজের এই ফোন কিনতে খরচ হবে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৫০০ টাকা)। এছাড়াও, টপ ভ্যারিয়্যান্টে 12GB RAM + 256GB স্টোরেজ-সহ Vivo X70 ফোনের দাম ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা)।

এদিকে 8GB RAM + 128GB স্টোরেজে Vivo X70 Pro বেস ভ্যারিয়্যান্ট কিনতে খরচ হবে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজ ও 12GB RAM + 256GB স্টোরেজের এই ফোন কেনার খরচ যথাক্রমে ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫২,৪০০ টাকা) ও ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৫৭,০০০ টাকা)।

Vivo X70 Pro+ ফোনের 8GB RAM + 256G স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬২,৭০০ টাকা)। এছাড়াও, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজের এই ফোন কিনতে খরচ হবে যথাক্রমে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৩০০ টাকা) ও ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৭০০ টাকা)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vivo X70 Pro+ Vivo X70 vivo
Advertisment