Read today’s tech news headline in one place: ফেসবুক ইউজাররা এখন ব্যস্ত হয়ে উঠেছে ফেসবুক অবতার তৈরি করতে।ভারতীয়দের গোপনীয়তা রক্ষা করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টিকটকের উপর। কাজেই, টিকটকের মজা থেকে বঞ্চিত ভারতীয়রা।জেনে নিন নিষিদ্ধ অ্যাপের পরিবর্তে কী কী অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি?
মায়ার ভারতীয় ২,০০০ কর্মচারীকে আশ্বাস দিয়ে বলেন, “আমাদের কর্মীরাই আমাদের সবথেকে বড় শক্তি। তাই তাঁদের ভাল রাখা আমাদের প্রধান কর্তব্য। তাঁদের বলতে চাই, তাঁদের সুযোগ ও ফের আগের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ১০০ শতাংশ চেষ্টা করছি আমরা।
ফেসবুক ইউজাররা এখন ব্যস্ত হয়ে উঠেছে ফেসবুক অবতার তৈরি করতে। মূলত এটি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ এবং কানাডার বাসিন্দাদের জন্য প্রাথমিকভাবে উপলব্ধ ছিল। বেশকিছু ভারতীয় ইউজার এখন ব্যবহার করতে পারছেন এই নতুন ফিচার। এই নতুন ফিচারে ইউজার নিজেকে কার্টুনের চরিত্র দিতে পারবেন। দিন দুয়েকের মধ্যেই বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফিচার।
তবে এখনও অনেকের মনে প্রশ্ন এই ফেসবুক অবতার তৈরি করে কি করে? ফেসবুক ইউজারের একাংশ নিজেকে কার্টুন রূপে দেখার জন্য ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। আপনি যদি সেই দলে নাম লেখাতে চান, তাহলে জেনে নিন কিভাবে তৈরি করবেন ফেসবুক অবতার।
ভারতীয়দের গোপনীয়তা রক্ষা করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টিকটকের উপর। কাজেই, টিকটকের মজা থেকে বঞ্চিত ভারতীয়রা। কিন্তু সেই একই ভিডিও প্ল্যাটফর্ম যদি ব্যবহার করতে চান তাহলে রয়েছে উপায়। ২০১৮ সাল থেকেই টিকটকের প্রতিদন্ধী হয়ে দেখা দিয়েছিল একাধিক ভারতীয় অ্যাপ। তবে টিকটকের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়েছিল। অবশ্য, টিকটকের নিষেধাজ্ঞার আগেই ভারতীয়রা শুরু করেছেন ‘চিঙ্গারি’ নামক অ্যাপের ব্যবহার, যার প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন এক বাঙালিও। এছাড়া আর কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন ?
তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি ‘দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।’ তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী হলেছেন, ‘অন্তর্বর্তী আদেশ জারি করে ভারত সরকার টিকটক সহ ৫৯ অ্যাপ ব্লক করেছে। সেই আদেশ পালনের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিক্রিয়া ও ব্যাখা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’গান্ধীর দাবি, ‘তথ্য সুরক্ষা সংক্রান্ত ভারত সরকারের যাবতীয় বিধি মেনে চলে টিকটক ইন্ডিয়া। চিন সহ কোনও বিদেশি সরকারের কাছে টিকটকের ভারতীয় গ্রাহকদরে তথ্য দেওয়া হয়নি। আমরা গ্রাহকদের গোপনীয়তা এবং অখণ্ডতার উপর সর্বাধিক গুরুত্ব বজায় রাখি।’
কিন্তু এখন প্রশ্ন, যারা এই সমস্ত অ্যাপের নিয়মিত ইউজার ছিলেন, তাঁরা এখন কী করবে? এই প্রতিবেদন আপনাকে খানিক সুরাহা দিতে পারে। জেনে নিন নিষিদ্ধ অ্যাপের পরিবর্তে কী কী অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি? বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
দিন দিন ভারতে বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এ হেন অবস্থায়, মুশকিল হয়ে উঠছে সোশাল ডিসটেন্স বজায় রাখা। কিন্তু করকোনার হাত থেকে বাঁচতে আপনাকে অন্তত খানিক দুরত্ব রাখতেই হবে। কার থেকে কতটা দুরত্ব বজায় রাখলে আপনি সুরক্ষিত থাকবেন, তা জানিয়ে দেবে অ্যাপ। এখন স্মার্টফোন কম বেশি সকলের কাছেই রয়েছে। সেক্ষেত্রে অ্যাপ অন রাখলে আপনাকে নোটিফিকেশন মারফত জানিয়ে দেবে “দূরে সরে দাঁড়ান”। অ্যাপ গুলি হল- 1point5,WaitQ, DROR।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Technology News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
ট্রাম্পের অভিবাসন নীতি 'ছিঁড়ে ফেললেন' বাইডেন, ১৭টি আদেশ বদলে সই
জন্মদিনে সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য, অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য ২৫ লাখের বৃত্তি ঘোষণা পরিবারের
'গোলি মারো' স্লোগানের জের, গ্রেফতার বিজেপি যুব সভাপতি, বাড়ল বিতর্ক
'মুসলিম শিল্পীরা হলফনামা দিক, হিন্দু দেবদেবীর অপমান করবেন না', হুঁশিয়ারি আখড়া পরিষদের
সোনার বিদেশি, ডার্বির বাঙালি নায়ক! দলবদলের সেরা চমক দিতে চলেছে মহামেডান
'পেত্নি', 'কুৎসিত'! কদর্য আক্রমণ শ্রুতি দাসকে, বর্ণ বিদ্বেষের শিকার টেলি অভিনেত্রী
'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট', বাংলায় নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির
লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত অভিনেত্রী
লকডাউনে 'ভোকাট্টা'! কেশপুরে শুভেন্দুর নিশানায় ঘাটালের সাংসদ দেব
পুণের সেরাম ইনস্টিটিউটের ভয়াবহ আগুন প্রাণ কাড়ল ৫ জনের, সুরক্ষিত কোভিশিল্ড
'ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ নয়', ডিএম-এসপিদের নির্দেশ কমিশনের