/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/top-tech-new-2-july.jpg)
tech news headline in one place:নতুন একাধিক ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে।ন্যান্য ৫৮ টি চাইনিজ অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে মুছে ফেলা হয়েছে। যার মধ্যে রয়েছে SHAREit, UC Browser, Mi Community সহ একাধিক অ্যাপ।স্যামসাংয়ের ইউক্রেনীয় ওয়েবসাইটটি ভুলভাবে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা-র অফিসিয়াল পোস্টার আপলোড করেছে বলে জানিয়েছে। বর্তমানে মুছে ফেলা হয়েছে সেই ছবি।
মধ্যবিত্তের জন্য কমদামের স্মার্ট টিভি লঞ্চ করল ওয়ানপ্লাস
ওয়ানপ্লাস গত বছর ‘Q’ সিরিজটি দিয়ে স্মার্ট টিভি জগতে প্রবেশ করে। তবে Q সিরিজের অধীনে লঞ্চ হওয়া দুটি টিভি প্রিমিয়াম গ্রাহক বা উচ্চ-বাজেটের ইউজারদের জন্য। OnePlus U এবং Y সিরিজটি নিয়ে এসে সংস্থা সাশ্রয়ী দামের স্মার্টটিভি নিয়ে এল বাজারে। বলা যায়, ভারতে এত কমদামে স্মার্ট টিভি প্রথম নিয়ে এল ওয়ানপ্লাস।
অনলাইনে একটি ইভেন্টে ওয়ানপ্লাস দেশে তার সাশ্রয়ী মূল্যের টিভি সিরিজ লঞ্চ করল। দুই সিরিজের দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। ইউ সিরিজে একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি রয়েছে পাশাপাশি ওয়াই সিরিজটিতে ৩২ ইঞ্চি এবং ৪৩-ইঞ্চি সহ দুটি মডেল রয়েছে।
চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর ওয়েবো অ্যাকাউন্ট ডিলিট করলেন মোদী
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/PM-Modi-1.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ব্যক্তিগত ওয়েইবো অ্যাকাউন্ট ডিলিট করেছেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এক সরকারি কর্মকর্তা বলেন, যে "দু'দেশের মধ্যে সীমান্ত সংঘাতের কারণে উত্তেজনা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
ভুল করে প্রকাশিত হল আপকামিং গ্যালাক্সি নোটের খবর
আমরা বেশ কিছুদিন ধরে স্যামসাং গ্যালাক্সি এস ২০ সিরিজের কথা শুনে আসছি। একটি নতুন ফোটো সম্প্রতি প্রকাশ করেছে যে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং, এর সঙ্গে নিশ্চিত করেছে পরবর্তী নোট ডিভাইসের ডিজাইন-লুক। স্যামসাংয়ের ইউক্রেনীয় ওয়েবসাইটটি ভুলভাবে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা-র অফিসিয়াল পোস্টার আপলোড করেছে বলে জানিয়েছে। বর্তমানে মুছে ফেলা হয়েছে সেই ছবি। কিন্তু, ফোনের লুক নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে টেক দুনিয়ায়। "অত্যাশ্চার্য" লুক বলে অনেকে মন্তব্য করেছেন।
দু-দিন পর চন্দ্রগ্রহণ, জানাচ্ছেন বিজ্ঞানীরা
মহাজাগতিক রোমাঞ্জ। পর পর ঘটে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। কম করে সপ্তাহ দুয়েকের তফাত্্ থাকে। ৫ জুন চন্দ্রগ্রহণ হয়। এরপর ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। তৃতীয় গ্রহণ আগামী ৫ জুলাই, এটি আংশিক চন্দ্রগ্রহণ।
তবে এই চন্দ্রগ্রহণের তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবেনা। কারণ, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পরবে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকট হবে না।
কেমন করে তৈরি করবেন ফেসবুক অবতার?
ফেসবুক ইউজাররা এখন ব্যস্ত হয়ে উঠেছে ফেসবুক অবতার তৈরি করতে। মূলত এটি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ এবং কানাডার বাসিন্দাদের জন্য প্রাথমিকভাবে উপলব্ধ ছিল। বেশকিছু ভারতীয় ইউজার এখন ব্যবহার করতে পারছেন এই নতুন ফিচার। এই নতুন ফিচারে ইউজার নিজেকে কার্টুনের চরিত্র দিতে পারবেন। দিন দুয়েকের মধ্যেই বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফিচার।
তবে এখনও অনেকের মনে প্রশ্ন এই ফেসবুক অবতার তৈরি করে কি করে? ফেসবুক ইউজারের একাংশ নিজেকে কার্টুন রূপে দেখার জন্য ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। আপনি যদি সেই দলে নাম লেখাতে চান, তাহলে জেনে নিন কিভাবে তৈরি করবেন ফেসবুক অবতার।
নতুন ফিচারে ভরে উঠছে হোয়াটসঅ্যাপের অন্দরমহল
হোয়াটসঅ্যাপ আজ ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার প্রকাশ করেছে। ফিচারগুলির মধ্যে রয়েছে অ্যানিমেটেড স্টিকার, ওয়েবের জন্য হোয়াটসঅ্যাপ ডার্ক মোড, কিউআর কোড, কাইওএসের স্থিতি এবং গ্রুপ ভিডিও কলগুলির উন্নতি। ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে যে এই সমস্ত ফিচারগুলি আগামী সপ্তাহে ভারতের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
গুগল প্লে স্টোর থেকেও মুছে ফেলা হল ৫৮টি চাইনিজ অ্যাপ
ভারত সরকার গোপনীয়তা রক্ষার আশঙ্কায় এই সপ্তাহের শুরুতে ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা জারি করার পর জনপ্রিয় ছোট ভিডিও তৈরি করা অ্যাপ টিকটক গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়। অন্যান্য ৫৮ টি চাইনিজ অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে মুছে ফেলা হয়েছে। যার মধ্যে রয়েছে SHAREit, UC Browser, Mi Community সহ একাধিক অ্যাপ। টিকটোক অ্যাপ ভারতের ব্যবহারকারীদের জন্য পুরোপুরি কাজ বন্ধ করে দিয়েছে।
প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়ার বিষয়ে গুগলের মুখপাত্র বলেছেন, “ আমরা ভারত সরকার থেকে অন্তর্বর্তীকালীন নির্দেশ পর্যালোচনা করে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ওই অ্যাপ সংস্থাকে জানিয়েছি, যে প্লে স্টোরে উপলব্ধ থাকা অ্যাপগুলির অস্থায়ীভাবে ব্যবহার বন্ধ রাখা হয়েছে।"
নতুন রূপে হোয়াটসঅ্যাপ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/WhatsApp-Web-Dark-mode-759.jpg)
অবশেষে হোয়াটসঅ্যাপে এল ডার্ক মোড। হোয়াটসঅ্যাপ ওয়েব এবং ডার্ক মোড উভয় ক্ষেত্রেই ডার্ক মোড ব্যবহার করতে পারবেন আপনি। এতদিন শুধুমাত্র ফোনই পাওয়া যেত এই নতুন ফিচার। তবে বিপুল পরিবর্তন হয়েছে এমনটা নয়। কিন্তু নতুন একাধিক ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে।