Amazon Prime Day: Amazon Prime Day Sale 2025 শুরু হয়ে গেছে এবং যাঁরা ৫০,০০০ টাকার মধ্যে একটি ভালো ল্যাপটপ খুঁজছেন, তাঁদের জন্য এই সেল এক কথায় স্বর্গ। ICICI ও SBI ব্যাংকের কার্ডধারীরা পাচ্ছেন অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (লিমিটেড ক্যাপ সহ)। এছাড়া অনেক ল্যাপটপে রয়েছে No Cost EMI এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা।
এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছি ৫টি সেরা ল্যাপটপ, যা স্টুডেন্ট, রিমোট ওয়ার্কার বা গেমারদের প্রয়োজন মেটাতে সক্ষম।
আরও পড়ুন- ৩৫০০০ টাকার মধ্যেই সেরা ৫টি ল্যাপটপ! দেখে নিন তালিকা, দাম ও ফিচার
সেরা ৫টি ল্যাপটপ
১. HP 15s (Ryzen 5 5500U) মাত্র ৩৫,৯৯০ টাকায় পাবেন। এতে রয়েছে AMD Ryzen 5 5500U (6-core, 4.0GHz boost) প্রসেসর, 8GB DDR4 + 512GB SSD ব়়্যাম বা স্টোরেজ, 15.6″ FHD, Anti-glare, 250 nits ডিসপ্লে। ওজন ১.৬৯ কেজি। যা
স্টুডেন্টদের জন্য পারফেক্ট।
আরও পড়ুন- বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গেলে কী করবেন আর কী করবেন না? ছোট্ট এই ভুলেই বড় সর্বনাশের আশঙ্কা
২. Lenovo ThinkBook 16 (Ryzen 5 7535HS) মাত্র ৪৬,৯৯০ টাকায় পাবেন। এতে রয়েছে AMD Ryzen 5 7535HS, Hexa-core (4.55GHz পর্যন্ত) প্রসেসর, 16GB DDR5 + 512GB SSD ব়্যাম বা স্টোরেজ, ডিসপ্লে 16″, 16:10 Aspect Ratio।
অফিস এবং মাল্টিটাস্কিং ইউজারদের জন্য বেশ কাজের।
আরও পড়ুন- ২৫ হাজারের ল্যাপটপ এখন ১৭ হাজারে! জলের দামে পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স
৩. Asus Vivobook 15 (13th Gen i5) এর দাম ৫০,৯৯০ টাকা। এর প্রসেসর Intel Core i5‑13420H (4.6GHz পর্যন্ত), স্টোরেজ 16GB DDR4 + 512GB SSD, ডিসপ্লে 15.6″ FHD, Anti-glare, ব্যাটারি: 42WHrs, গেমিং ও ভারী সফটওয়্যার চালানোর জন্য ভালো অপশন।
আরও পড়ুন- মাত্র ১০ মিনিটে ৮৫ কোটি টাকায় বিক্রি হল বিশ্বের প্রথম হার্মিস বার্কিন ব্যাগ! হুলুস্থুল কাণ্ড নিলামে
৪. Lenovo IdeaPad Slim 3 (12th Gen i5) এর দাম ৪৫,৯৯০ টাকা। রয়েছে Intel Core i5‑12th Gen প্রসেসর, ব়্যাম 8GB/16GB, স্টোরেজ: 512GB SSD, ডিসপ্লে: 14″ FHD, ওজন: মাত্র ১.৩৭ কেজি। ট্রাভেল ফ্রেন্ডলি ও স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট এর স্লিম ডিজাইন।
৫. HP 15 (Ryzen 7) এর দাম ৪৬,৯৯০ টাকা। এতে রয়েছে AMD Ryzen 7 প্রসেসর, 8GB/16GB + 512GB SSD স্টোরেজ, 15.6″ FHD, 250 nits ডিসপ্লে, 41 Wh ব্যাটারি। যাঁরা কনটেন্ট ক্রিয়েশন বা হেভি টাস্কে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য আদর্শ।
এই ল্যাপটপগুলো কেনার ক্ষেত্রে ICICI ও SBI কার্ডে ১০% ডিসকাউন্ট পাবেন। পাবেন No Cost EMI অপশন, এক্সচেঞ্জ অফার ও কুপন ডিসকাউন্ট, প্রাইম ডেলিভারি সুবিধা। এই ডিলগুলি শুধু প্রাইম ডে চলাকালীনই অ্যাক্টিভ থাকবে, তাই দেরি না করে আজই পছন্দের ল্যাপটপটি বেছে নিন।