Hermes Birkin bag: বিশ্বের বিলাসবহুল ফ্যাশন জগতে নতুন এক ইতিহাস তৈরি হল মাত্র ১০ মিনিটে। প্যারিসে অনুষ্ঠিত এক হ্যান্ডব্যাগ নিলামে Hermès-এর তৈরি প্রথম Birkin Bag বিক্রি হল প্রায় ৮৫ কোটি টাকায়। এই বিশেষ ব্যাগটি ছিল প্রয়াত ফরাসি সংগীতশিল্পী ও অভিনেত্রী জেন বার্কিন (Jane Birkin)-এর ব্যক্তিগত ব্যবহার করা একটি ব্যাগ, যা ১৯৮৪ সালে হার্মিস তাঁর জন্য বিশেষভাবে তৈরি করিয়েছিলেন।
এই নিলামটি আয়োজন করেছিল বিশ্বের অন্যতম নামী নিলাম সংস্থা সোথবাইস (Sotheby’s)। ১০ জুলাই প্যারিসে আয়োজিত এই নিলামে মোট ৯ জন বিডার বা ক্রেতা যোগ নিয়েছিলেন। নিলামের শুরু হয় ৮.৬ কোটি টাকা থেকে এবং মাত্র ১০ মিনিটের মধ্যে এক জাপানি সংগ্রাহক টেলিফোনে নিলামে অংশ নিয়ে শেষ পর্যন্ত ব্যাগটি ৮৫ কোটি টাকায় কিনে নেন। এটিই হল বিশ্বে ফ্যাশন আইটেমের জন্য দ্বিতীয় সর্বোচ্চ নিলামমূল্য।
আরও পড়ুন- এইডসের আর্থিক সাহায্য বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৪০ লক্ষ মানুষের! চরম সংকটে ভারত
বার্কিন (Birkin) ব্যাগ শুধু একটি ব্যাগ নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্ট। এটি তৈরি হয়েছিল এক অনন্য ঘটনাকে কেন্দ্র করে। ১৯৮৪ সালে বিমানে হার্মিসের তৎকালীন সিইও (CEO) জিয়ান লুই দামাস (Jean-Louis Dumas)-এর পাশে বসেছিলেন জেন বার্কিন। সেই সময় তিনি বলছিলেন, বাজারে এমন কোনও ব্যাগ নেই যা একইসঙ্গে ফ্যাশনেবল এবং ব্যবহারযোগ্য। সে কথা শুনেই হার্মিস ডিজাইন করে ফেলেছিলেন এই নতুন ব্যাগের। যা পরবর্তীতে বার্কিন ব্যাগ (Birkin Bag) নামে পরিচিত হয়ে ওঠে।
আরও পড়ুন- উপবাস না করেও উপবাসের সুফল পেতে চান? ফলো করুন এই ডায়েট
এই ব্যাগের বিশেষত্ব হল, এতে জেন বার্কিনের নামের প্রথম দুই অক্ষর খোদাই করা রয়েছে। এর রূপালি হার্ডওয়্যার এবং ইউনিক স্ট্র্যাপ ডিজাইন রীতিমতো নজর কাড়তে বাধ্য। ব্যাগের গায়ে রয়েছে স্টিকার ও রূপালি পেরেক ক্লিপার। যা বার্কিনের স্টাইলকেই প্রতিফলিত করেছে। জেন নিজে ১৯৮৫ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এটি ব্যবহার করেছিলেন। এই ব্যাগটি অন্য যেকোনও বার্কিন ব্যাগের চেয়ে আলাদা কারণ এটি প্রোটোটাইপ এবং প্রথম সংস্করণ।
আরও পড়ুন- মশার কামড়ে চরম সমস্যায়? কলার খোসাতেই পান আরাম, দাবি বিশেষজ্ঞদের
এমনিতে বার্কিন ব্যাগকে বিশ্বের সবচেয়ে অভিজাত ব্যাগগুলোর অন্যতম ধরা হয়। বহু সেলিব্রিটি ও ধনী ব্যক্তিত্ব এই ব্যাগ নিজেদের সংগ্রহে রেখেছেন। যেমন: ভিক্টোরিয়া বেকহ্যাম, কিম কার্দাশিয়ান, নীতা আম্বানি, কারিনা কাপুর, জাহ্নবী কাপুর। একটি বার্কিন ব্যাগের দাম শুরু হয় ৭ লক্ষ টাকা থেকে এবং তা কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। এই ব্যাগের এত চাহিদা যে ক্রেতাদের হামেশাই ওয়েটিং লিস্টে থাকতে হয়। সরাসরি এই ব্যাগ কেনার সুযোগ থাকে না।
আরও পড়ুন- বার্ধক্যে কি শরীরে প্রদাহ বাড়ে? নতুন গবেষণার পর কী জানালেন বিজ্ঞানীরা?
সোথবাই’স কী বলছে?
সোথবাই’স-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের প্রধান হালিমি বলেছেন, 'এত দামে এই ব্যাগ বিক্রি বিলাসবহুল ফ্যাশনের জগতে মাইলফলক। বিশ্বের অন্যতম লোভনীয় হ্যান্ডব্যাগ এত বেশি দামে বিক্রি হওয়াটা সত্যিই অবিশ্বাস্য।' তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, বার্কিন শুধু ব্যাগ নয়, এটি সম্মান আর ঐতিহ্যের প্রতীক।
আরও পড়ুন- মুলতানি মাটি কোন ত্বকে কেমনভাবে ব্যবহার করবেন? চর্মরোগ বিশেষজ্ঞ জানালেন সঠিক কায়দা
অনেকেই প্রশ্ন করতে পারেন—একটি ব্যাগের দাম ৮৫ কোটি টাকা কেন? এর কারণ হল: ১) এটি জেন বার্কিনের ব্যবহৃত, ২) এই ব্যাগ পৃথিবীতে মাত্র একটিই আছে, ৩) এটি হাতে তৈরি, এর কারিগরি বিশ্বমানের, ৪) এর ইতিহাস ফ্যাশন আইকনদের সঙ্গে জড়িত। এই বার্কিন ব্যাগের নিলাম দেখিয়ে দিল, ফ্যাশনের মূল্য কেবল চামড়ার টুকরোতে নয়, বরং তার ইতিহাস এবং অন্যান্য বিষয়ের মধ্যেও লুকিয়ে রয়েছে। আর, সেই কারণেই ৮৫ কোটি টাকায় বিক্রি হওয়া এই ব্যাগটি কেবল একটি ফ্যাশন স্টেটমেন্টই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠতে পারল।