TVS Ntorq 150: পুজোর আগে বড় চমক! ভারতের বাজারে লঞ্চ হল দ্রুততম স্কুটার, নজরকাড়া দামের সঙ্গে পান অবাক করা বৈশিষ্ট্য

TVS Ntorq 150: TVS লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ পেট্রোল স্কুটার TVS Ntorq 150। নতুন এই স্কুটারটি Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160 এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

TVS Ntorq 150: TVS লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ পেট্রোল স্কুটার TVS Ntorq 150। নতুন এই স্কুটারটি Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160 এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Ntorq 150

পুজোর আগে বড় চমক!

TVS Ntorq 150: পুজোর আগে বড় চমক! ভারতের বাজারে লঞ্চ হল দ্রুততম স্কুটার, নজরকাড়া দামের সঙ্গে পান অবাক করা বৈশিষ্ট্য। 

Advertisment

TVS লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ পেট্রোল স্কুটার TVS Ntorq 150। নতুন এই স্কুটারটি  Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160 এর সঙ্গে সরাসরি  প্রতিযোগিতার আসরে নামবে।  

Ntorq 125 এর সাফল্যের পর ভারতীয় বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্কুটার TVS Ntorq 150 লঞ্চ করেছে TVS। কোম্পানির দাবি, এই স্কুটারটি হবে ভারতের সবচেয়ে দ্রুততম ICE (ইন্টারনাল কম্বশন ইঞ্জিন) স্কুটার। এর প্রারম্ভিক মূল্য প্রায় ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। নতুন স্কুটারটি Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160 এর মতো স্পোর্টি স্কুটারগুলিকে সরাসরি টক্কর দেবে। 

Advertisment

আরও পড়ুন- কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর, আগামীকালই আসতে চলেছে বড় ধামাকা

TVS Ntorq 150-এ রয়েছে 149.7cc এয়ার-কুলড O3CTech ইঞ্জিন। এই ইঞ্জিনটি 7000 rpm-এ 13 bhp শক্তি এবং 5500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপন্ন করে। স্কুটারটিতে দুটি রাইডিং মোড রয়েছে (স্ট্রিট এবং রেস)। পারফরম্যান্সের কথা বলতে গেলে, Ntorq 150 মাত্র 6.3 সেকেন্ডে 0 থেকে 60 কিমি/ঘন্টা গতিতে পৌঁছায় এবং এর সর্বোচ্চ গতি 104 কিমি/ঘন্টা। কোম্পানির দাবি, এই স্কুটারটি ভারতের দ্রুততম ICE স্কুটার।

এই স্কুটারের অন্যতম বড় আকর্ষণ এর হাই-রেজোলিউশন TFT ডিসপ্লে, যা এসেছে TVS-এর SmartXonnect প্রযুক্তির সঙ্গে। এতে রয়েছে ৫০টিরও বেশি স্মার্ট ফিচার। এর মধ্যে রয়েছে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, লাইভ ভেহিকল ট্র্যাকিং, শেষ পার্ক করা অবস্থান, কল ও মেসেজ অ্যালার্ট, OTA আপডেট, অ্যামাজন অ্যালেক্সা এবং স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন। এসব ফিচার নিয়ন্ত্রণ করা যায় 4-ওয়ে সুইচগিয়ারের মাধ্যমে।

আরও পড়ুন-কত কিমির পর বাইকের স্পার্ক প্লাগ বদলাতে হবে, বুঝবেন কীভাবে?

 নিরাপত্তার কথা মাথায় রেখে, TVS Ntorq 150-এ অনেক উন্নত ফিচার নিয়ে এসেছে সংস্থা। এর মধ্যে রয়েছে ABS, ট্র্যাকশন কন্ট্রোল, হ্যাজার্ড লাইট, ক্র্যাশ ও চুরি সতর্কতা এবং ইমার্জেন্সি ব্রেক অ্যালার্ট। ফলে স্টাইল ও গতি ছাড়াও নিরাপত্তার দিক থেকেও আলাদা গুরুত্ব পাচ্ছে এই মডেলটি।
 এই স্কুটারটি বিশেষভাবে সেই গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে যারা স্পোর্টি ডিজাইন, হাই পারফরম্যান্স সহ স্মার্ট  বৈশিষ্ট্য যুক্ত একটি স্কুটার খুঁজছেন। 

Scooter TVS