VI 5G: কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর, আগামীকালই আসতে চলেছে বড় ধামাকা

VI 5G:কলকাতার Vi গ্রাহকরা, যাদের ৫জি-সক্ষম ডিভাইস রয়েছে, তারা আগামীকাল থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাইমারি অফার হিসেবে Vi গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হচ্ছে।

VI 5G:কলকাতার Vi গ্রাহকরা, যাদের ৫জি-সক্ষম ডিভাইস রয়েছে, তারা আগামীকাল থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাইমারি অফার হিসেবে Vi গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea Network Update

কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর, চালু হতে চলেছে ভিআই ৫জি

VI 5G: শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi) আগামীকাল থেকে কলকাতায় তার ৫জি পরিষেবা চালু করতে যাচ্ছে। শিলিগুড়িতে সম্প্রতি ৫জি পরিষেবা চালু করার পর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর হিসেবে কলকাতায় Vi তার ৫জি পরিষেবা শুরু করতে চলেছে। দেশব্যাপী একাধিক শহরে ৫জি সম্প্রসারণের অংশ হিসেবে Vi ইতিমধ্যেই ১৭টি প্রধান সার্কেলে ৫জি স্পেকট্রাম অর্জন করেছে এবং সেখানে পরিষেবা বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে মুম্বই, দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মাইসুরু, নাগপুর, নাসিক, পুনে, চণ্ডীগড়, পাটনা, জয়পুর, সোনিপত, আহমেদাবাদ, রাজকোট, সুরাত, ভাদোদরা, ছত্রপতি শম্ভাজীনগর, মীরাট, মালাপ্পুরম, কোঝিকোড়, বিশাখাপত্তনম, তিরুমালা, মাদুরাই, আগ্রা, কোচি, তিরুবনন্তপুরম, ইন্দোর এবং শিলিগুড়িতে ভিআই ৫জি পরিষেবা চালু করেছে।

আরও পড়ুন-জিএসটি হারে বিরাট রদবদল!কতটা কমবে iphone 17 series-এর দাম?

Advertisment

কলকাতার Vi গ্রাহকরা, যাদের ৫জি-সক্ষম ডিভাইস রয়েছে, তারা আগামীকাল থেকে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। প্রাইমারি অফার হিসেবে Vi গ্রাহকদের জন্য ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই-ডেফিনিশন স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্সিং, দ্রুত ডাউনলোড এবং রিয়েল-টাইম ক্লাউড অ্যাক্সেস।

ভিআই-এর বিজনেস হেড, কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেল শোভন মুখার্জি জানান, “কলকাতায় ভিআই ৫জি পরিষেবা চালু করতে পেরে আমরা গর্বিত। সিটি অফ জয়-এ আমরা নিয়ে আসছি ভবিষ্যতের সংযোগব্যবস্থা। আমাদের অত্যাধুনিক ৫জি পরিষেবার সঙ্গে শক্তিশালী ৪জি মিলিয়ে ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে চাই।” তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে থাকা চাহিদা এবং ৫জি হ্যান্ডসেট ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের ৫জি নেটওয়ার্ক বিস্তার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Advertisment

কলকাতায় উন্নত ৫জি পরিষেবা নিশ্চিত করতে ভিআই নোকিয়ার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক ও শক্তি-সাশ্রয়ী পরিকাঠামো স্থাপন করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের কার্যক্ষমতা বাড়ায়। ৫জি রোলআউটের পাশাপাশি, ভী কলকাতা ও রেস্ট অফ বেঙ্গল সার্কেলে ৪জি নেটওয়ার্কও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা আরও উন্নত কভারেজ, দ্রুততর ডেটা স্পিড এবং সামগ্রিকভাবে উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন- এআই-এর বিষ্ময়! ১৫ সেকেন্ডের মধ্যে হৃদরোগ শনাক্ত, প্রাণ বাঁচানো সম্ভব হবে 'লক্ষ লক্ষ' রোগীর

vi