Vi Recharge Plan: Vi একটি অসাধারণ প্রিপেইড প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের বিশেষত্ব হল ইউজাররা পুরো মাস ধরে আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট এবং ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানটি সেইসব মানুষদের জন্য বিশেষ, যারা কম দামে পুরো মাস কোনও সীমা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে চান। এই প্ল্যানের দাম ৩৬৫ টাকা এবং এই প্ল্যানে পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং কলিং সহ প্রতিদিন 100 টি SMS এর সুবিধা। এই প্ল্যানের আরেকটি বিশেষত্ব হল এটি হাই স্পিড 4G ইন্টারনেট ডেটা প্রদান করবে।
ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন ৩৬৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে ইউজাররা পাবেন আনলিমিটেড হাই-স্পিড 4G ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা। বিশেষত্ব হলো—এ প্ল্যানে কোনো দৈনিক ডেটা সীমা নেই। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে সর্বোচ্চ ৩০০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন।
এই অফারটি 4G ও 5G উভয় নেটওয়ার্কের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। যেখানে Jio এবং Airtel সীমাহীন ইন্টারনেট সুবিধা শুধুমাত্র 5G ব্যবহারকারীদের জন্য দিয়ে থাকে, Vi সেখানে 4G ব্যবহারকারীদেরও এই সুযোগ দিচ্ছে। এতে করে যারা দিনের বেশিরভাগ সময় ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি হতে পারে একটি সাশ্রয়ী ও কার্যকরী বিকল্প।
Vi জানিয়েছে, এই প্ল্যানে মূলত সেই সব গ্রাহকদের কথা ভেবে আনা হয়েছে যারা কম দামে অধিক ডেটা চান এবং দৈনিক সীমাবদ্ধতা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে চান। সংস্থাটি বর্তমানে Airtel ও Jio-এর তুলনায় বাজারে প্রতিযোগিতায় ফিরতে নতুন ও আকর্ষণীয় প্ল্যান চালু করছে।