Electric scooter cheaper than petrol: Hero MotoCorp-এর ইলেকট্রিক সাব-ব্র্যান্ড VIDA অবশেষে ভারতের বাজারে তাদের নতুন স্কুটার VIDA VX2 লঞ্চ করেছে। যারা বাজেট-ফ্রেন্ডলি ও দূর-রেঞ্জের একটি স্মার্ট ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি দুর্দান্ত পছন্দ। আকর্ষণীয় দামে এবং ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BaaS) মডেলের মাধ্যমে এই স্কুটারটি এখনই বাজারে সাড়া ফেলেছে।
দুটি ভেরিয়েন্টে: VX2 Go এবং VX2 Plus
এই স্কুটারটি এসেছে দুটি মডেল নিয়ে—VX2 Go এবং VX2 Plus। VX2 Go ভেরিয়েন্টে রয়েছে ২.২ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি যা ৯২ কিমি রেঞ্জ দেয়, আর VX2 Plus ভেরিয়েন্টে রয়েছে ৩.৪ কিলোওয়াট-ঘন্টা ব্যাটারি যার আইডিসি অনুমোদিত রেঞ্জ ১৪২ কিমি।
আরও পড়ুন- বদলে যাবে রেলযাত্রার অভিজ্ঞতা, যাত্রী তৎপরতায় যুগান্তকারী উদ্যোগের প্রশংসা সর্বত্র
দাম এবং সাবস্ক্রিপশন প্ল্যান
VIDA VX2 স্কুটারটি আপনি চাইলে ব্যাটারিসহ অথবা ব্যাটারি ছাড়া কিনতে পারেন। ব্যাটারি ছাড়া কিনলে আপনি Battery-as-a-Service (BaaS) মডেলের অধীনে স্কুটারটি ব্যবহার করতে পারবেন, যেখানে প্রতি কিলোমিটারে খরচ পড়বে মাত্র ০.৯৬ টাকা। এটি একটি মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা, যাতে আপনি ব্যাটারির জন্য আলাদা টাকা না দিয়ে ব্যবহার অনুযায়ী বিল দিতে পারবেন।
আরও পড়ুন- বর্ষায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট? জেনে নিন কোন উপায়ে ফ্রিজের খাবারকে দীর্ঘ সময় সতেজ রাখবেন
ফিচার ও টেকনোলজি
VIDA VX2-তে আছে আধুনিক সব স্মার্ট ফিচার। VX2 Plus মডেলে ৪.৩ ইঞ্চির TFT ডিসপ্লে। VX2 Go মডেলে ৪.৩ ইঞ্চির LCD স্ক্রিন। Turn-by-turn নেভিগেশন। Cloud connectivity ও Ride data sync। Remote immobilization ফিচার। FOTA (Firmware Over The Air) আপডেট সাপোর্ট। ৬০ মিনিটে ৮০% চার্জ করার ক্ষমতা
আরও পড়ুন- গতকালের তুলনায় প্রতি কেজিতে ৫ হাজার দাম বাড়ল রূপার, আজ কলকাতায় কতটা দামি সোনা?
ডিজাইন ও বিল্ড
VIDA VX2 এর ডিজাইনটি স্টাইলিশ এবং কমফোর্ট-ফোকাসড। স্কুটারটি ৭টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। এর লম্বা ও আরামদায়ক ডুয়াল সিট। সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় ১২ ইঞ্চির চাকা। VX2 Go-তে ৩৩.২ লিটার বুট স্পেস রয়েছে। ফুল ফেস হেলমেট সহজে ফিট করা যায়।
আরও পড়ুন- Sony-JBL-এর ঘুম কাড়ল, ভারতে লঞ্চ হল এই Nothing হেডফোন, ননস্টপ ৮০ঘন্টার প্লে-ব্যাক টাইমিং
ওয়ারেন্টি এবং চার্জিং নেটওয়ার্ক
Hero VIDA VX2-তে থাকছে, ৫ বছরের ওয়ারেন্টি অথবা ৫০,০০০ কিমি পর্যন্ত যাতায়াতের সুবিধা। ৩৬০০+ চার্জিং স্টেশন VIDA নেটওয়ার্কের আওতায়। সাবস্ক্রিপশন চলাকালীন ব্যাটারির ক্ষমতা ৭০% এর নীচে নামলে ফ্রি ব্যাটারি রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে।