/indian-express-bangla/media/media_files/2025/06/04/bfq04vMuDi1lwdLSnRHL.jpg)
Electric Car: গত কয়েক বছরে ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে। (প্রতীকী ছবি)
Electric Car: ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে ভিয়েতনামের ইভি নির্মাতা VinFast। কোম্পানির দুটি নতুন ইলেকট্রিক SUV—VF6 এবং VF7 খুব শিগগিরই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এই দুটি মডেলের বুকিং চলতি জুন মাসেই শুরু হবে বলে সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
VF7: প্রিমিয়াম সেগমেন্টের নতুন প্রতিদ্বন্দ্বী
VinFast VF7 হল একটি প্রিমিয়াম মিড-সাইজ ইলেকট্রিক SUV। এর দৈর্ঘ্য প্রায় ৪.৫ মিটার এবং এতে থাকবে আকর্ষণীয় V-আকৃতির LED DRL, স্প্লিট LED হেডল্যাম্প এবং ১৮ ইঞ্চির স্টাইলিশ অ্যালয় হুইল। গাড়িটির ইন্টেরিয়রেও থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া—এম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ এবং লেভেল-২ ADAS ফিচার।
রেঞ্জ এবং পারফরম্যান্স
VF7 মডেল দুটি কনফিগারেশনে পাওয়া যাবে—
VF7 Plus: সিঙ্গেল মোটর ভ্যারিয়েন্ট, যা ২০১ bhp পাওয়ার এবং ৩১০ Nm টর্ক জেনারেট করে।
VF7 Plus AWD: ডুয়াল মোটর সেটআপ, যা উন্নত গ্রিপ ও উচ্চ পারফরম্যান্স দেবে।
দু’টি ভ্যারিয়েন্টেই ৭৫.৩ kWh ব্যাটারি থাকবে এবং একটি চার্জে প্রায় ৪৫০ কিমি রেঞ্জ দিতে সক্ষম।
আরও পড়ুন- মাত্র এক মিনিটেই ঝকঝকে হবে মিক্সার জার! জানেন কীভাবে? রইল সহজ ঘরোয়া টিপস
ভারতীয় কন্ডিশনে হবে কাস্টমাইজেশন
VinFast জানিয়েছে, VF6 ও VF7 মডেলগুলি ভারতে চালানোর উপযোগী করে তৈরি করা হবে। ভারতীয় আবহাওয়া এবং রোড কন্ডিশনের জন্য প্রয়োজনীয় আপডেট এই গাড়িগুলিতে আনা হবে।
আরও পড়ুন- রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে? সাবধান! শরীর ভয়ানক সংকেত দিচ্ছে বলে জানাচ্ছেন বিখ্যাত চিকিৎসক
ভারতেই তৈরি হবে গাড়ি
তামিলনাড়ুতে VinFast-এর একটি অত্যাধুনিক ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে, যেখানে প্রাথমিকভাবে বছরে ৫০,০০০ ইউনিট গাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ফ্যাক্টরি চালু হলে গাড়ির দাম আরও প্রতিযোগিতামূলক হতে পারে।
আরও পড়ুন- রিমুভার নেই? চিন্তা করবেন না, এই ৫টি ঘরোয়া উপায়ে নেইলপলিশ তুলে ফেলুন মাত্র ১ মিনিটে!
আন্তর্জাতিক বাজার নয়, ফোকাস এশিয়াতে
যেখানে অন্যান্য ইভি কোম্পানি ইউরোপ ও নর্থ আমেরিকার দিকে মনোযোগ দিচ্ছে, VinFast তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য এশিয়া মহাদেশকে বেছে নিয়েছে। ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও অক্টোবর মাসে কোম্পানি একটি ফ্যাক্টরি চালু করার পরিকল্পনা করছে।
সরকারী নীতিমালার সুবিধা
ভারতে বর্তমানে মোট বিক্রি হওয়া গাড়ির মধ্যে ইলেকট্রিক গাড়ির অংশ মাত্র ২ শতাংশ হলেও, ২০৩০ সালের মধ্যে এটি ৩০ শতাংশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে ইমপোর্ট ডিউটি কমানোরও চিন্তাভাবনা চলছে, যা নতুন ইভি কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশ সহজ করে তুলবে।
VinFast VF6 এবং VF7 শুধুমাত্র প্রযুক্তি ও রেঞ্জেই নয়, ডিজাইন এবং ফিচারেও ভারতীয় গ্রাহকদের নজর কাড়বে বলেই আশা করা হচ্ছে। দাম এবং অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে প্রতিযোগিতামূলক হলে এটি Tata ও BYD-এর মত কোম্পানির সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে।