Upcoming smartphone launch August 2025: ভিভো থেকে গুগল পিক্সেল! অগাস্টেই বড় চমক! লঞ্চ হবে একের পর এক অসাধারণ স্মার্টফোন
জুলাই প্রায় শেষ হতে চলেছে। আগস্ট মাসে একের পর এক কোম্পানি তাদের লেটেস্ট স্মার্টফোন বাজারের লঞ্চ করতে চলেছে। আপনি যদি নিজের বা নিজের পরিবারের জন্য নতুন একটি স্মার্টফোন কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে এটাই সঠিক সময়। কারণ অগাস্টেই একাধিক নামিদামি ব্র্যান্ড লঞ্চ করতে চলেছে তাদের একাধিক নয়া ডিভাইস। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে বাজেট স্মার্টফোন। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিন অগাস্টে কোন কোন ব্র্যান্ড তাদের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
গুগল পিক্সেল ১০ সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ২০ আগস্ট। এবার কোম্পানি চারটি ভেরিয়েন্ট পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড বাজারে আনতে পারে। দামের কথা বলতে গেলে, এই সিরিজের দাম ৭৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১,৭৯,৯৯৯ টাকা পর্যন্ত হতে পারে।
পাশাপাশি Vivo V60 লঞ্চ হতে পারে আগামী ১২ আগস্ট। Vivo V60 মডেলে থাকে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 7 Gen 4 চিপসেট। ৪০ হাজার টাকার কমে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে বলেই খবর।
Oppo K13 Turbo এবং Turbo Pro ১৫ থেকে ২০ আগস্টের মধ্যে লঞ্চ হতে পারে। K13 তে ইনবিল্ট কুলিং ফ্যান এবং RGB লাইটিংয়ের মতো অত্যাধুনিক ফিচার রয়েছে। এর দাম হতে পারে ২৫,০০০ টাকার কম এবং Turbo Pro এর দাম ৩০,০০০ টাকার কাছাকাছি।
আগস্টের শেষের দিকে ভারতে Poco F7 Ultra লঞ্চ হওয়ার কথা। বিশ্বব্যাপী এর দাম $599 (প্রায় ৫১,০০০ টাকা)। ভারতে, 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ এর ভেরিয়েন্টের দাম ৫৫০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে।
Redmi 15C আগস্টের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনে থাকতে পারে Helio G81 প্রসেসর, 4GB RAM, 6000mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ। আশা করা হচ্ছে এর দাম ১৫ হাজারের আশেপাশে এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।