Solar Eclipse: অন্ধকারে ঢেকে যাবে পুরো পৃথিবী! আগামী ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর গ্রহণ

Great North African Eclipse: ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখবে। ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এটি দেখা যাবে। যা হতে চলেছে ১০০ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Great North African Eclipse: ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখবে। ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এটি দেখা যাবে। যা হতে চলেছে ১০০ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Great North African Eclipse

Great North African Eclipse: দীর্ঘতম সূর্যগ্রহণ।

Great North African Eclipse: আগামী বছরের (২০২৭ সাল) ২ আগস্ট এমন এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যা জীবনে একবারই দেখা সম্ভব। এই দিন বিশ্বের কিছু অংশের আকাশ ৬ মিনিট ২৩ সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। কারণ, ওই সময় শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে।

Advertisment

বিশেষজ্ঞরা বলছেন, এই সূর্যগ্রহণ ‘Great North African Eclipse’ নামেও পরিচিত। এটি ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে দৃশ্যমান হবে এবং পৃথিবীতে এটি এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ হতে চলেছে।

আরও পড়ুন- ৩০ জুলাই কী এমন হতে চলেছে? মহাকাশে ফের দাপট ভারতের? জানলে চমকে যাবেন

Advertisment

এই সূর্যগ্রহণ কেন এত গুরুত্বপূর্ণ?

সূর্যগ্রহণ তো প্রায়ই হয়। তবে ২০২৭ সালে এই গ্রহণটি হবে বিশেষ। কারণ, চাঁদ ও পৃথিবীর অবস্থান হবে এমন এক নিখুঁত বিন্দুতে, যেখানে গ্রহণটি প্রায় ৬ মিনিটের বেশি সময় স্থায়ী হবে।

  • এই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে (Perigee) থাকবে, ফলে চাঁদ আকাশে বড় আকারে দেখা যাবে।

  • একইসঙ্গে পৃথিবী থাকবে সূর্য থেকে সবচেয়ে দূরের কক্ষপথে (Aphelion), ফলে সূর্যকে তুলনায় ছোট দেখাবে।

  • এছাড়া গ্রহণের পথ বিষুবরেখার কাছ দিয়ে যাওয়ায় চাঁদের ছায়া ধীরে ধীরে সরবে, ফলে সময়টাও বাড়বে।

আরও পড়ুন- শ্বেতা তিওয়ারির মত ইনস্টাগ্রামে ৫০ লক্ষ ফলোয়ার চান? এই ৫ স্ট্র্যাটেজি ফলো করুন

কোথা থেকে দেখা যাবে এই মহাজাগতিক বিস্ময়?

পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব দিকে দেখা যাবে। চাঁদের ছায়া যেসব অঞ্চলের ওপর দিয়ে যাবে, সেগুলো হল:

  • দক্ষিণ স্পেন, জিব্রাল্টার

  • মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিশর

  • সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া

এর মধ্যে মিশরের লুক্সর শহর থেকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সূর্যগ্রহণ দেখা যাবে, সেখানে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড সূর্যগ্রহণ স্থায়ী হবে।

আরও পড়ুন- বাজেট ১৫ হাজার? মিলবে মনপসন্দ ল্যাপটপ, ফিচারে মন ভরে যাবে, পারফরমেন্সেও সেরা

আবহাওয়ার পূর্বাভাস কেমন?

লিবিয়া, মিশরের মত দেশগুলোতে আগস্টে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। ফলে এই দেশগুলো থেকে গ্রহণ দুর্দান্ত পর্যবেক্ষণ করা যাবে। এজন্য আগেভাগেই অনেক ট্যুর অপারেটর সূর্যগ্রহণভিত্তিক স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন।

আরও পড়ুন- মাত্র ১ টাকায় ১GB ডেটা! BSNL তোলপাড় ফেলা অফারে ঘুম উড়ল Jio-Airtel-এর

সূর্যগ্রহণ কীভাবে ঘটে?

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে বাধা দেয়। চাঁদের ছায়া তখন পৃথিবীর একটি নির্দিষ্ট অংশে পড়ে, যেটি মহাকাশ থেকে দেখতে বিশাল অন্ধকার বৃত্তের মত। এই ঘটনা আমাদের সূর্য, চাঁদ ও পৃথিবীর কক্ষপথ এবং গতি সম্পর্কেও অনেক ধারণা দেয়।

২০২৭ সালের পর আবার কবে এমন সূর্যগ্রহণ হবে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আগামী ১০০ বছরের মধ্যে আর দেখা যাবে না। ১৯৯১ সালের পর এই প্রথম এত দীর্ঘ গ্রহণ দেখা যাবে। আর, ২১১৪ সালের আগে এমনটি আর হবে না। ২০২৭ সালের ২ আগস্টের সূর্যগ্রহণ শুধু একটি মহাজাগতিক দৃশ্য নয়, এটি ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। বিজ্ঞানী, ফটোগ্রাফার, পর্যটক এবং সাধারণ দর্শক – সবার কাছেই এটি জীবনে একটি বিরাট অভিজ্ঞতা হতে চলেছে। যাঁরা এই বিরল দৃশ্য দেখতে চান, এখন থেকেই তাঁরা তাই পরিকল্পনা শুরু করে দিন!

Great North African Eclipse