/indian-express-bangla/media/media_files/2025/08/21/vivo-t4-pro-2025-08-21-15-37-59.jpg)
২৬ অগাস্ট বাজারে তোলপাড়! নয়া স্মার্টফোনে বিরাট চমক Vivo-র
Vivo T4 Pro 5G India Launch Date: ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo T4 Pro 5G ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা করেছে। জানা গেছে, এই ফোনটি 26 আগস্ট দুপুর 12টায় ভারতে লঞ্চ করা হবে। মূল্য আনুমানিক 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে থাকতে পারে। লঞ্চের পর ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ক্রেতারা। শুরুতে ব্লু এবং গোল্ডেন রঙের অপশন পাওয়া যাবে।
আরও পড়ুন- দু'দিনের মধ্যে দুটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করে দিল Jio, জেনে নিন এখন আপনার কাছে কী কী বিকল্প আছে?
Vivo T4 Pro 5G-তে কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে এবং ফোনের পুরুত্ব মাত্র 7.53 মিমি। এটি Snapdragon 7 Gen 4 চিপসেট দ্বারা চালিত হবে এবং ব্যাটারি ক্ষমতা 6,500mAh। ক্যামেরার দিক থেকে ফোনে 50MP Sony IMX882 টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3X জুম সাপোর্ট করে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলটি ভার্টিকাল পিল শেপ এ সাজানো, দুটি ক্যামেরা পাশে এবং তৃতীয়টি অরা লাইটের পাশে রাখা হয়েছে। এছাড়াও ফোনে AI-ভিত্তিক ইমেজিং এবং প্রোডাক্টিভিটি টুলস থাকবে।
এই ফোনটি Vivo T3 Pro-এর আপডেটেড ভার্সন। T3 Pro-তে Snapdragon 7 Gen 3 চিপসেট, 5500mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা ছিল। সেই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ছিল 24,999 টাকা এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা।
ভারতে Vivo T4 Pro 5G কোন ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে তা নিয়েও আলোচনা চলছে। একই প্রাইস রেঞ্জে চারটি প্রধান স্মার্টফোনের সঙ্গে টক্কর দেবে
OnePlus Nord CE 3 5G: Snapdragon 782G চিপসেট, 6.7 ইঞ্চি 120Hz AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি। সফটওয়্যার ব্যবহার করা সহজ ও স্মুথ।
আরও পড়ুন- বিরাট বড় ধামাকা! লঞ্চ হল Google Pixel 10 Pro Fold, ফোল্ডেবেল স্মার্টফোনের দুনিয়ায় দুর্দান্ত চমক
Nothing Phone 2a: Dimensity 7200 Pro চিপসেট, 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 50MP + 50MP ক্যামেরা। অনন্য ডিজাইন এবং ব্যবহারযোগ্য OS।
Poco X6 Pro 5G: গেমিংয়ের জন্য উপযুক্ত, Dimensity 8300 Ultra চিপসেট, 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধা।
Redmi Note 13 Pro Plus 5G: ক্যামেরা প্রেমীদের জন্য আদর্শ, 200MP ক্যামেরা, Dimensity 7200 Ultra চিপসেট, 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি।