Advertisment

কম দামের এই ফোন কিনলে পাবজি খেলায় পাবেন অতিরিক্ত সুবিধা

নতুন প্রজন্মের পাবজি খেলাকে আরও তরাণ্বিত করবে অনুঘটক Vivo Z1 Pro। পাবজির সঙ্গে গাঁটছড়া বেধেছেন ভিভো, যে কারণে যারা Vivo Z1 Pro ফোনটিতে পাবজি খেলবেন তারা খেলায় জেতার জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে লঞ্চ হয়েছে Vivo Z1 Pro। ভিভো জেড সিরিজের নতুন ফোন। মূলত জেনারেশন জেড-এর জন্যই এই ফোন জানিয়েছে সংস্থা। জেইড সিরিজের অধীনে আগামীদিনে আরও ফোন লঞ্চের পরিকল্পনার কথাও জানিয়েছে ভিভো।

Advertisment

নতুন প্রজন্মের পাবজি খেলাকে আরও তরান্বিত করবে অনুঘটক Vivo Z1 Pro। পাবজির সঙ্গে গাঁটছড়া বেধেছেন ভিভো, যে কারণে যারা Vivo Z1 Pro ফোনটিতে পাবজি খেলবেন তারা খেলায় জেতার জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন। যা অন্যান্য পাবজি খেলোয়াড়রা পাবেন না।

আরও পড়ুন: সস্তায় দুর্দান্ত ফিচারের নামী কোম্পানি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে

তিনটি মডেলে পাওয়া যাবে ফোনটি। ৪ জিবি র‌্যাম+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম হবে ১৪,৯৯০ টাকা। ৬ জিবি র‌্যাম+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম হবে ১৬,৯৯০ টাকা। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবির দাম ১৬,৯৯০ টাকা এবং ১৭,৯৯০ টাকা।

৬.৫৩ ইঞ্চির full HD+ IPS LCD ডিসপ্লেতে থাকবে ২৩৪০X১০৮০ পিক্সেল রেজোলিউশন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসরে চলবে চলা ফোনটিতে থাকবে ১৮ ওয়াটের ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি।

আরও পড়ুন:কমদামে ভাল ফিচার! ভারতে আসছে রেডমির নয়া ফোন

১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে আট মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সেন্সর ও ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন রয়েছে Vivo Z1 Pro ফোনে। ১১ জুলাই থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে ফোনটি।

Read the full story in English 

vivo
Advertisment