Vi 5G: দীর্ঘ প্রতীক্ষার অবসান! পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার, না জানলে এখুনি পড়ুন এই প্রতিবেদন

Vi 5G: ভোডাফোন আইডিয়া (Vi) এবার কলকাতায় শুরু করল ব্র্যান্ডের 5G পরিষেবা। এর আগে আগস্ট মাসে সংস্থাটি নয়টি নতুন শহরে তাদের 5G পরিষেবা চালু করেছিল

Vi 5G: ভোডাফোন আইডিয়া (Vi) এবার কলকাতায় শুরু করল ব্র্যান্ডের 5G পরিষেবা। এর আগে আগস্ট মাসে সংস্থাটি নয়টি নতুন শহরে তাদের 5G পরিষেবা চালু করেছিল

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone 5G Launched In Kolkata:

দীর্ঘ প্রতীক্ষার অবসান!

Vi 5G: ভোডাফোন আইডিয়া (Vi) এবার কলকাতায় শুরু করল ব্র্যান্ডের 5G পরিষেবা। এর আগে আগস্ট মাসে সংস্থাটি নয়টি নতুন শহরে তাদের 5G পরিষেবা চালু করেছিল। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও পাটনার মতো বড় শহরের পাশাপাশি এবার কলকাতায় চালু হল Vi 5G। এর আগে বাংলায় শিলিগুড়িতে সংস্থা চালু করেছিল ব্র্যান্ডের ৫জি কানেক্টিভিটি। বর্তমানে ভোডাফোন আইডিয়াই একমাত্র টেলিকম সংস্থা যারা সব রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করছে।

Advertisment

আরও পড়ুন- পুজোর আগে বড় চমক! ভারতের বাজারে লঞ্চ হল দ্রুততম স্কুটার, নজরকাড়া দামের সঙ্গে পান অবাক করা বৈশিষ্ট্য

কোম্পানির তরফে জানানো হয়েছে, Vi 5G প্রিপেইড প্ল্যান শুরু হচ্ছে মাত্র ২৯৯ টাকা থেকে, যেখানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১ জিবি ডেটা ২৮ দিনের জন্য। এছাড়াও ৩৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি এবং ৩৬৫ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। দীর্ঘমেয়াদি রিচার্জে   গ্রাহকদের জন্য ৩,৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা সহ পুরো এক বছরের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। সব ক’টি প্ল্যানেই আনলিমিটেড 5G ডেটা থাকবে।

Advertisment

আরও পড়ুন-এআই-এর বিষ্ময়! ১৫ সেকেন্ডের মধ্যে হৃদরোগ শনাক্ত, প্রাণ বাঁচানো সম্ভব হবে 'লক্ষ লক্ষ' রোগীর

পোস্টপেইড গ্রাহকদের জন্য সংস্থা এনেছে চারটি প্ল্যান। Vi Max 451 প্ল্যানে ৫০ জিবি ডেটা এবং Vi Max 551 প্ল্যানে ৯০ জিবি ডেটা রয়েছে। Vi Max 751 প্ল্যানে ১৫০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর বাইরে ৪৫১, ৫৫১ ও ৭৫১ টাকার মাসিক খরচে গ্রাহকরা নিজেদের চাহিদা অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। গত কয়েক মাসে জয়পুর, মাইসোর, নাগপুর-সহ একাধিক শহরে Vi 5G পরিষেবা চালু করেছে। এভাবেই ধীরে ধীরে ভারতের বিভিন্ন প্রান্তে 5G নেটওয়ার্ক সম্প্রসারণ করছে সংস্থাটি।

vi