Advertisment

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ আনল এই নতুন ফিচারটি

বিশদে পড়ুন কিভাবে ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp new update

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

অবশেষে আইফোনের হোয়াটসঅ্যাপে আপডেটে এল ‘Dismiss as Admin' ফিচারটি। আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই পাবেন এই নতুন সুবিধাটি  যা আপনাকে কোন হোয়াটসঅ্যাপ  গ্রুপ থেকে অ্যাডমিন বদলের সুযোগ দেবে। তবে সেজন্য আপনাকেও সেই গ্রুপের আডমিন হতে হবে।  এছাড়াও ফিচারটি বর্তমান  অ্যাডমিনকে  ডিলিট না করেও আরও কাউকে অ্যাডমিন হিসাবে যোগ করার সুযোগ দেবে। এই ফিচারটি আপাতত শুধু আইওএস ব্যবহারকারীরাই পাবেন। নতুন এই ফিচারটি পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের ২.১৮.৪১ ভার্সনে। অ্যান্ড্রয়েডে ব্যাবহারকারীদের জন্য এই ফিচারটি খুব শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Advertisment

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ডিলিট করা মেসেজ ফিরে পেতে পারেন আপনি

তবে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ইউজারদের জন্য  হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করছে। হাই প্রায়োরিটি নোটিফিকেশন নামের এই ফিচারটি আপনাকে সবচেয়ে জরুরী নোটিফিকেশনগুলি স্ক্রীনের ওপরের দিকে পিন করে রাখার সুযোগ দেবে। এজন্য আপনাকে গ্রুপের নোটিফিকেশন সেটিংসে গিয়ে 'use high priority notifications' এ টিক দিয়ে রাখতে হবে। এই সুবিধাটি খুব উপযোগী হবে তাঁদের জন্য যাঁরা অনেক ব্যক্তির কাছ থেকে ক্রমাগত মেসেজ পান। টেক্সটি আপনার ফোনের স্ক্রিনের ওপরে দেখাবে অন্য মাল্টি টাস্কিংয়ের সময়ও।

আরও পড়ুন: এবার সেরা রিচার্জ প্ল্যান বাছতে আপনাকে সাহায্য করবে এই ওয়েবসাইটটি

কিভাবে ব্যবহার করবেন এই ফিচার ? 

হোয়াটসঅ্যাপের 'ডিসমিস অ্যাজ অ্যাডমিন' নামক ফিচারটি   ব্যবহার করতে হলে যে অ্যাডমিনকে আপনি সরাতে চান তাঁর নামটির ওপর দীর্ঘক্ষন প্রেস করে রাখলেই একটি পপ-আপ মেনু আসবে যার মধ্যে থাকবে 'ডিসমিস অ্যাজ অ্যাডমিন' নামক ফিচারটি।

whatsapp-remove-as-admin-copy নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ ২.১৮.৪১ ভার্সনে পাওয়া যাবে ‘Dismiss as Admin' ফিচার

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান, এই ভার্সনটি থেকে দুরে থাকুন

Whatsapp
Advertisment