/indian-express-bangla/media/media_files/2025/08/13/why-you-should-not-turn-off-ac-from-main-switch-compressor-damage-lifetime-reduction-2025-08-13-15-27-33.jpg)
AC মেশিনের আয়ু বাড়ানোর এই পদ্ধতিগুলি জানেন তো?
AC compressor Care: গ্রীষ্ম এখনও পুরোপুরি বিদায় নেয়নি। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মানুষজন এসি ব্যবহার করছেন। এই সময় ফ্যান বা কুলারে তেমন আরাম পাওয়া যায় না। এই সময় এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারেই মানুষজন বেশি স্বস্তি পান। তবে আবহাওয়া যেমনই হোক, এসির সঠিক যত্ন না নিলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই এখনো জানেন না, এসি বন্ধ করার সঠিক পদ্ধতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রিমোটের বদলে সরাসরি মেইন সুইচ থেকে এসি বন্ধ করার ফলে কম্প্রেসার, মোটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফ্রি'তে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন! সঙ্গে 252 GB ডেটা, Independence day ধামাকা অফারে খেলা শুরু jio-র
প্রায়ই আমরা তাড়াহুড়োতে বা অভ্যাসবশত পাওয়ার সুইচ ব্যবহার করে এসি বন্ধ করে দিও। এই পদ্ধতিটি সহজ মনে হলেও হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এসির ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলিতে চাপ পড়ে, যা এসি মেশিনের ভিতরের যন্ত্রাংশের আয়ুষ্কাল কমিয়ে দেয়।
কম্প্রেসারের ক্ষতি — কম্প্রেসার এসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সরাসরি সুইচ অফ করলে হঠাৎ পাওয়ার বন্ধ হয়ে কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বারবার এমন ভাবে এসি বন্ধের ফলে কম্প্রেসার নষ্ট হতে পারে।
শীতলতার হ্রাস — সুইচ থেকে হঠাৎ এসি বন্ধ করার অভ্যাস কুলিং সিস্টেমে ক্ষতি করে। ফলে এসির ঠান্ডা বাতাস দেওয়ার ক্ষমতা কমে যায়।
মোটর ও ফ্যানের ক্ষতি — হঠাৎ বন্ধের ফলে মোটর ও ফ্যানেরও ক্ষতি হতে পারে।
বৈদ্যুতিক যন্ত্রাংশের সমস্যা — এসির জন্য বিশেষভাবে ডিজাইন করা সকেট ও সুইচ রয়েছে। বারবার মেইন সুইচ দিয়ে চালু-বন্দ করলে বৈদ্যুতিক সার্কিটের ক্ষতি হতে পারে, যা বাড়তি খরচ ডেকে আনে।
সঠিক পদ্ধতি — সর্বদা রিমোট ব্যবহার করে এসি বন্ধ করা উচিত। এতে ধীরে ধীরে সিস্টেম শাটডাউন হয় এবং সব যন্ত্রাংশ নিরাপদ থাকে। এই অভ্যাস আপনার এসির আয়ু বাড়াবে ও মেরামতের খরচ কমাবে।