flipkart independence day sale: ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্সস- সবই এখন জলের দর! Independence Day Sale-এ বিরাট ধামাকা

flipkart independence day sale: অবিশ্বাস্য ছাড়ের বিরাট সুযোগ! আজ থেকে ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত Independence Day Sale 2025। ১৩ আগস্ট থেকে শুরু হয়ে এই সেল চলবে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।

flipkart independence day sale: অবিশ্বাস্য ছাড়ের বিরাট সুযোগ! আজ থেকে ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত Independence Day Sale 2025। ১৩ আগস্ট থেকে শুরু হয়ে এই সেল চলবে ১৭ আগস্ট পর্যন্ত চলবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
flipkart independence day sale

অবিশ্বাস্য ছাড়ের বিরাট সুযোগ!

flipkart independence day sale: অবিশ্বাস্য ছাড়ের বিরাট সুযোগ! আজ থেকে ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত Independence Day Sale 2025। ১৩ আগস্ট থেকে শুরু হয়ে এই সেল চলবে ১৭ আগস্ট পর্যন্ত চলবে। পাঁচ দিনের মেগা শপিং কার্নিভালে আপনি ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন আইটেমের উপর পেয়ে যান বিরাট ছাড়ের সুযোগ। সেই সঙ্গে  থাকছে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বেনিফিটও। 

'২০০ টাকার পেট্রোল দিন' বললেই বিপদ! প্রতারণা এড়াতে কাজে লাগান এই টিপস

Advertisment

ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেলে ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্যাশন, গৃহস্থালী পণ্য ও রান্নাঘরের সরঞ্জামের উপর পাবেন বিরাট ছাড় । স্যামসাং, মটোরোলা, ভিভো, আসুস, এইচপি ও টিসিএলসহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টে মিলবে মেগা ডিসকাউন্ট। ফ্যাশন সেকশনে থাকবে পোশাক, গয়না, সানগ্লাস, ঘড়িসহ নানা লাইফস্টাইল পণ্যের উপর  বিশেষ অফার।

ছোট্ট রকেট থেকে ৬৫০০ কেজি স্যাটেলাইট, অবিশ্বাস্য সাফল্য ভারতের মহাকাশ যাত্রার!

Advertisment

কানাড়া ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে পেমেন্ট করলে মিলবে ১০% তাৎক্ষণিক ছাড়, সঙ্গে থাকছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস। এছাড়া Flipkart Plus Super Coins ব্যবহার করে নির্বাচিত পণ্যে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Flipkart Plus ও VIP সদস্যরা পাবেন প্রারম্ভিক অ্যাক্সেসের সুবিধা।

উৎসবের মরশুমে ফিরতি টিকিটে ২০% ছাড়, বিরাট ঘোষণা রেলের

মূল অফারগুলির মধ্যে থাকছে—স্যামসাং, মটোরোলা, ভিভো, আসুস, এইচপি ও টিসিএল-এর ইলেকট্রনিক্সে আইটেনে। এছাড়াও আসবাবপত্র ও রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের উপরেও থাকছে নানান আকর্ষণীয় অফার এবং ঘড়ি, সানগ্লাস, জুয়েলারি আইটেমের উপর থাকছে চমকপ্রদ ডিল। স্বাধীনতা দিবসের এই উইকেন্ড ক্রেতাদের কেনাকাটার আনন্দ দ্বিগুণ করে তুলবে।

ঘরে বসেই আধারের ছবি আপডেট! বিরাট এই সুবিধা এখন হাতের মুঠোয়

flipkart Flipkart sale