/indian-express-bangla/media/media_files/2024/12/25/wyEJGV3G61617YE0gVqz.jpg)
jio-এর গুগলিতে বেসামাল BSNL-Airtel-Vi (ফাইল ছবি)
Jio Independence day Offer: দেশের শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও লঞ্চ করেছে দুটি বাম্পার রিচার্জ প্ল্যান। এই দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানে এখন ইউজারা পাবেন বিনামূল্যে নেটফ্লিক্স, আনলিমিটেড কলিং এবং প্রচুর ডেটার সুবিধা। ফলে আলাদা সাবস্ক্রিপশন না নিয়েও সহজেই পছন্দের নেটফ্লিক্স শো এবং সিনেমা দেখা সম্ভব হবে ইউজারদের পক্ষে। এই অফারের সঙ্গে জিওটিভি (লাইভ টিভি চ্যানেল ও শো) এবং জিওক্লাউড (অনলাইন স্টোরেজ) সুবিধাও থাকছে।
ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্সস- সবই এখন জলের দর! Independence Day Sale-এ বিরাট ধামাকা
জিওর ১,২৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ১৬৮ জিবি), আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং বিনামূল্যে নেটফ্লিক্স, জিওটিভি ও জিওক্লাউড অ্যাক্সেস মিলবে।
ঘরে বসেই আধারের ছবি আপডেট! বিরাট এই সুবিধা এখন হাতের মুঠোয়
অন্যদিকে, ১,৭৯৯ টাকার প্ল্যানে ইউজাররা পাবেন ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা (মোট ২৫২ জিবি), আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং নেটফ্লিক্স বেসিক প্ল্যানসহ জিওটিভি ও জিওক্লাউড অ্যাক্সেসের সুবিধা।
রিচার্জ করতে হলে MyJio অ্যাপ, জিও ওয়েবসাইট অথবা যেকোনো পেমেন্ট অ্যাপ ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হওয়ার পরই Netflix অ্যাকাউন্ট লিঙ্ক করে সঙ্গে সঙ্গে স্ট্রিমিং শুরু করুন।