Allu Arjun: কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর, শুটিং ছেড়ে তড়িঘড়ি শহরে ফিরছেন আল্লু অর্জু-রামচরণ

Allu Arjun Grandmother Death: ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা। শোকের ছায়া তারকা পরিবারে। দিদিমার মৃত্যুর খবর পেয়ে শুটিং বাতিল করে শহরে ফিরছেন আল্লু ও রামচরণ।

Allu Arjun Grandmother Death: ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা। শোকের ছায়া তারকা পরিবারে। দিদিমার মৃত্যুর খবর পেয়ে শুটিং বাতিল করে শহরে ফিরছেন আল্লু ও রামচরণ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
allu arjun birthday

শোকস্তব্ধ আল্লু

Allu Kanakaratnam Passes away: উইকএন্ডে আল্লু অর্জুনের পরিবারে শোকের ছায়া। ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা আল্লু কানকরত্নম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। আজ দুপুরেই কোকাপেটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। Glute-এর রিপোর্ট মোতাবেক, দিদিমার মৃত্যুসময়ে মুম্বইয়ে ছিলেন  আল্লু অর্জুন। দুঃসংবাদ পেয়েই তৎক্ষণাৎ সমস্ত কাজ বাতিল করে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি মাইসোরে পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি পেড্ডি-র শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন। 

Advertisment

আরও পড়ুন ওয়ার ২' সাফল্যের মাঝে প্রিয়জনকে হারালেন Jr NTR, শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে রাজনীতির ময়দান, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রাম চরণ ও আল্লু অর্জুন তুতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়। বর্তমানে চিরঞ্জীবী আল্লু আরবিন্দের সঙ্গেই রয়েছেন। একসঙ্গে শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করছেন বলে জানা গিয়েছে। দিদিমার অত্যন্ত আদরের ছিলেন আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বরে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার হওয়ার একদিন পর যখন বাড়ি ফেরেন তখন  দিদিমা আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। চিরঞ্জীবী তাঁর শাশুড়িমায়ের প্রয়াণে শোকজ্ঞাপন বার্তায় কী লিখলেন? দেখে নিন এক নজরে। 

Advertisment

যেখানে দেখা যায় আল্লু কানকরত্নম নাতির ‘নজর উত্তরানো’র আচার পালন করছেন অর্থাৎ যাতে কারও নজর না লাগে। আল্লু অর্জুন দিদিমার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরেন। আল্লু কানকরত্নমের স্বামী আল্লু রামালিঙ্গাইয়া ছিলেন কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। ২০০৪ সালের জুলাই তাঁর জীবনাবসান হয়। 

আরও পড়ুন চুমকীর সঙ্গে বিচ্ছেদ-দু'বার বিয়ে, বাঙালি অভিনেতা জয়ের প্রয়াণে শোকজ্ঞাপন প্রসেনজিৎ রুদ্রনীল-দেবশ্রীদের

death news Allu Arjun