/indian-express-bangla/media/media_files/2025/04/08/KmmQLT411ywYQkIqYOUh.jpg)
শোকস্তব্ধ আল্লু
Allu Kanakaratnam Passes away: উইকএন্ডে আল্লু অর্জুনের পরিবারে শোকের ছায়া। ৩০ আগস্ট, শনিবার প্রয়াত হন পুষ্পা খ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুনের দিদিমা আল্লু কানকরত্নম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। আজ দুপুরেই কোকাপেটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। Glute-এর রিপোর্ট মোতাবেক, দিদিমার মৃত্যুসময়ে মুম্বইয়ে ছিলেন আল্লু অর্জুন। দুঃসংবাদ পেয়েই তৎক্ষণাৎ সমস্ত কাজ বাতিল করে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। রাম চরণও শহরের বাইরে। তিনি মাইসোরে পরিচালক বুচ্চি বাবু সানার নতুন ছবি পেড্ডি-র শুটিং করছিলেন। দিদিমার মৃত্যুর খবর পেয়ে তিনিও শুটিং বাতিল করে হায়দরাবাদ ফিরছেন।
উল্লেখ্য, রাম চরণ ও আল্লু অর্জুন তুতো ভাই। তাঁদের বাবা আল্লু আরবিন্দ ও চিরঞ্জীবী শ্বশুরবাড়ি সূত্রে আত্মীয়। বর্তমানে চিরঞ্জীবী আল্লু আরবিন্দের সঙ্গেই রয়েছেন। একসঙ্গে শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করছেন বলে জানা গিয়েছে। দিদিমার অত্যন্ত আদরের ছিলেন আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বরে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার হওয়ার একদিন পর যখন বাড়ি ফেরেন তখন দিদিমা আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। চিরঞ্জীবী তাঁর শাশুড়িমায়ের প্রয়াণে শোকজ্ঞাপন বার্তায় কী লিখলেন? দেখে নিন এক নজরে।
మా అత్తయ్య గారు.. కీ.శే అల్లు రామలింగయ్య గారి సతీమణి కనకరత్నమ్మ గారు శివైక్యం చెందటం ఎంతో బాధాకరం.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 30, 2025
మా కుటుంబాలకు ఆమె చూపిన ప్రేమ, ధైర్యం, జీవిత విలువలు ఎప్పటికీ మాకు ఆదర్శం.
వారి పవిత్ర ఆత్మకు శాంతి చేకూరాలని దేవుడిని ప్రార్థిస్తున్నాను.
ఓం శాంతిః 🙏
Allu Arjun's grandmother does the Drishti ritual to remove negative energy.#AlluArjun#AlluArjun𓃵pic.twitter.com/JwZokcANK0
— crystal (@swapna_majji) December 15, 2024
যেখানে দেখা যায় আল্লু কানকরত্নম নাতির ‘নজর উত্তরানো’র আচার পালন করছেন অর্থাৎ যাতে কারও নজর না লাগে। আল্লু অর্জুন দিদিমার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরেন। আল্লু কানকরত্নমের স্বামী আল্লু রামালিঙ্গাইয়া ছিলেন কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। ২০০৪ সালের জুলাই তাঁর জীবনাবসান হয়।