Advertisment

Seema Haider Pregnancy: পঞ্চমবারের মতো মা হতে চলেছেন সীমা হায়দার, খুশির খবর শচীনকে দিয়ে আহ্লাদে আটখানা!

Seema Haider Pregnancy: প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার এখন মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভিডিওতে তাকে প্রেগন্যান্সি কিট দেখিয়ে স্বামী শচীনকে বিষয়টি নিশ্চিত করতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Seema Haider Pregnancy:

পঞ্চমবারের মতো মা হতে চলেছেন সীমা হায়দার Photograph: (ফাইল ছবি)

Seema Haider Pregnancy: পঞ্চমবারের মতো মা হতে চলেছেন সীমা হায়দার, খুশির খবর শচীনকে দিয়ে আহ্লাদে আটখানা!

Advertisment

প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার এখন মা হতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। ভিডিওতে তাকে প্রেগন্যান্সি কিট দেখিয়ে স্বামী শচীনকে বিষয়টি নিশ্চিত করতে দেখা যায়। ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে খুশির খবরে শচীন ও সীমার মুখ আনন্দে ভরে উঠেছে। প্রথমবারের মতো বাবা হচ্ছেন শচীন। যেখানে সীমার এর আগে চারটি সন্তান রয়েছে।  

খাস কলকাতায় এবার 'অভিনব' বিয়ে, ইতিহাস গড়ে ট্রামেই চার হাত এক দম্পতির

উল্লেখ্য, গত বছরের মে মাসে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন সীমা হায়দার। সীমা এবং শচীন সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। অনলাইন গেমিং প্ল্যাটফর্ম PUBG-এর মাধ্যমে আলাপ দুজনের।  সেই থেকে বন্ধুত্ব, প্রেম। ভালবাসার টানে পাকিস্তান থেকে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে আসেন তিনি। স্থায়ী ভাবে বসবাস শুরু করেন শচীনের সঙ্গে। সীমার প্রাক্তন স্বামী গোলাম হায়দার বর্তমানে পাকিস্তানে রয়েছেন। শচীনকে বিয়ে করার জন্য চার সন্তান নিয়ে ভারতে আসেন এই পাক নারী। 

Advertisment

চরিত্র নিয়ে প্রশ্ন! বন্ধ করতে বাধ্য করা হল রাশিয়ান দিদির চায়ের দোকান

রবিবার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন সীমা নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি টেস্ট করে করে কিট হাতে মুচকি হাসেন সীমা।   শচীনকে বলেন, 'তুমি বাবা হতে চলেছো'।

viral
Advertisment