মাঝপথে প্রকাশ্যে ডিম পাড়তে শুরু করে কিং কোবরা, দেখুন ভিডিও

ঘরেই প্রথমে ঢুকে বসেছিল সাপটি। তিনি বাইরে বার করে রাস্তার মাঝে নিয়ে এলে সেখানেই ডিম পাড়তে শুরু করে কোবরা।

ঘরেই প্রথমে ঢুকে বসেছিল সাপটি। তিনি বাইরে বার করে রাস্তার মাঝে নিয়ে এলে সেখানেই ডিম পাড়তে শুরু করে কোবরা।

author-image
IE Bangla Web Desk
New Update

সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে কিং কোবরার ডিম পাড়ার ভিডিও। নটা ছটার ব্যস্তবহুল রাস্তায় বহাল তবিয়তে ফনা তুলে ডিম পাড়ছেন এক কিং কোবরা। ১.২১ মিনিটের  ভিডিওটিতে দেখা যাচ্ছে ১৩ টি ডিম পেড়েছেন মা সাপটি।

Advertisment

আরও পড়ুন: যৌন সঙ্গমের ধকল নিতে না পেরে, হার্ট-অ্যাটাক তারপর…

ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কর্ণাটকের মাদুর শহরে একজন শিক্ষক। তিনি জানিয়েছেন, তার ঘরেই প্রথমে ঢুকে বসেছিল সাপটি। তিনি বাইরে বার করে রাস্তার মাঝে নিয়ে এলে, রাতারাতি সেখানেই ডিম পাড়তে শুরু করে কোবরা। মনে করা হচ্ছে ডিম পাড়ার জন্যই নিরাপদ জায়গা হিসাবে বোধহয় বেছে নিয়েছিল শিক্ষকের ঘর।

Advertisment

আরও পড়ুন: আচমকাই বাইরে এল বিশালাকার অ্যানাকোন্ডা, দেখুন ভিডিও

পরবর্তীকালে স্থানীয় স্বর্প বিষারদ এসে উদ্ধার করে নিয়ে যায়, সাপ সহ সমস্ত ডিম। সূত্রের খবর, সাপটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিম গুলোকে উদ্ধার করে 'স্নেক ক্যাচার'-এ নিয়ে যাওয়া হয়েছে। তারা জানিয়েছেন, ডিম ফুটে গেলে, সময়মত ১৩টি কোবরা সাপকেই ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

Read the full story in English 

viral