যাবো না বলাতেই মহিলাকে আক্রমণ! চড় কষাল অটোচালক, দাবাবনলের মত ছড়াল ভিডিও

Trending News: 'তোমার বাবা কি গ্যাস ভরার টাকা দেয়', মহিলাকে চরম হেনস্থা অটো চালকের। ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। রাইড বাতিল করতেই মহিলার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এক অটোচালক। তিনি ওই মহিলাকে চড় মারেন বলেও অভিযোগ।

Trending News: 'তোমার বাবা কি গ্যাস ভরার টাকা দেয়', মহিলাকে চরম হেনস্থা অটো চালকের। ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। রাইড বাতিল করতেই মহিলার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এক অটোচালক। তিনি ওই মহিলাকে চড় মারেন বলেও অভিযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
trending news

মহিলাকে হুমকি অটোচালকের

Trending News: 'তোমার বাবা কি গ্যাস ভরার টাকা দেয়', মহিলাকে চরম হেনস্থা অটো চালকের। ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। রাইড বাতিল করতেই মহিলার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এক অটোচালক। তিনি ওই মহিলাকে চড় মারেন বলেও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মর্মান্তিক এই ভিডিও।

২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!

Advertisment

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হাজারো ভিডিও ভাইরাল হয়। তবে এই ভিডিওগুলির মধ্যে নজর কেড়েছে এই ভিডিও। যা এখন সুনামি গতিতে ভারাইল হচ্ছে। ভাইরাল ভিডিওটি বেঙ্গালুরুর বলে জানা গেছে।ভাইরাল হওয়া ভিডিওর শুরু থেকেই গ্রাহকের সঙ্গে তর্ক করতে দেখা যায় টো চালককে। তিনি বলেন, 'ভুল হলো কী করে, ভুল হলো কীভাবে।' এরপর মেয়েটি অটোচালককে বলেন, আপনি চিৎকার করছেন কেন, একথা শুনে ড্রাইভার বলে, তোমার বাবা কি গ্যাস ভরার টাকা দেয়? এর পর দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকে। মেয়েটি অটো চালককে পুলিশের কাছে যাওয়ার হুমকি দিলে চালক আরও রেগে যায় এবং মহিলাকে চড় মারেন। ভিডিওতে মেয়েটিকে বলতেও শোনা যায়, 'আপনি আমাকে চড় মারলেন কেন?'

বাজেট ১০ হাজার? দেখুন সেরা ফিচার্সের লেটেস্ট স্মার্টফোনের তালিকা

 ভিডিওটি @gharkekalesh নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময়, ক্যাপশনে লেখা হয়েছে, 'বেঙ্গালুরুতে রাইড বাতিল করা নিয়ে মহিলা এবং অটো চালকের মধ্যে মারামারি ' খবরটি লেখার সময় পর্যন্ত, ভিডিওটি চার লাখের বেশি মানুষ দেখেছেন।

দেখুন ভিডিও 

Advertisment

viral Trending